Home » » মনে হচ্ছে নিজের দেশেই এসেছি’ -ঢাকায় মমতা ব্যানার্জী

মনে হচ্ছে নিজের দেশেই এসেছি’ -ঢাকায় মমতা ব্যানার্জী

Written By Unknown on বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫ | ৯:৩৭ AM

মনে হচ্ছে নিজের দেশেই এসেছি’ -ঢাকায় মমতা ব্যানার্জী
তিন দিনের সফরে ঢাকায় নেমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মনে হচ্ছে নিজের দেশেই এসেছি। এসময় তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। রাত ৯ টার কিছু পরে এয়ার ইন্ডিয়ার নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌছান মমতা। আগে থেকে অপেক্ষমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ-১ এ তাকে স্বাগত জানান। পররাষ্ট দপ্তর ও ভারতীয় হাই কমিশনের ঊধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এদিকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২ দিন আগেই সফরের বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে ১৯-২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন মমতা ব্যানার্জি। তার সফরসঙ্গী হিসেবে আসবেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রত্য বসু, সংসদ সদস্য দীপক অধিকারী, মুনমুন সেন, সঞ্জয় মিত্র এবং মুখ্য সচিব ও অন্যান্য কর্মকর্তারা। এ ছাড়া তার সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন প্রখ্যাত সাংস্কৃতিক, ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সফরকালে মমতা ব্যানার্জী বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত চা-চক্রে অংশ নেবেন। মমতা ব্যানার্জী ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অমর একুশে উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কোলকাতা (আইসিসি)-এর সহযোগিতায় ফেডারেশন অব ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) নেতৃবৃন্দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন। ২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি তার প্রথম সফর। মমতা ব্যানার্জীর বাংলাদেশ সফরকালে তার সফরসঙ্গী হিসেবে আরো সরকারি কর্মকর্তাদের মধ্যে থাকবেনÑ রাজীব সিনহা, গৌতম স্যানাল, বীরেন্দ্র, কৃষ্ণা গুপ্তা, কুসুম কুমার দ্বিভেদী, স্বরূপ গোস্বামী, প্রসেনজিৎ চ্যাটার্জী, গৌতম ঘোষ, সুবোধ সরকার, কল্যাণী কাজী, নচিকেতা চক্রবর্তী ও অরিন্দম শীল। বেসরকারি সদস্যদের মধ্যে রয়েছেনÑ হা¯্রা নেওটিয়া, শ্রীকান্ত মেহতা, অনিন্দ জানা, ইন্দ্রনীল সেন, শিবাজী পাঁজা, বিশ্ব মজুমদার, সুমন চট্যোপাধ্যায়, জনাব আসাবুল, উদিৎ প্রসন্ন মুখার্জী, অশোক মজুমদার, কিংসুক প্রামানিক, দীপঙ্কর নন্দী, পুষণ গুপ্ত, দুর্বার গাঙ্গুলি, সুমাইয়া বন্দ্যোপাধ্যায়, পল্লবী ঘোষ, উজ্জল সিনহা, রজৎ রায়চৌধুরী, জয়দেব জানা, অগ্নি রায় ও দেবদীপ পুরোহিত।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন