বিরোধী জোটের হরতাল-অবরোধের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুবৃত্তরা। এতে এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন। গুরুত্বর আহত নয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৪০৪৮) মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চৌদ্দগ্রামের মিয়াবাজারসংলগ্ন জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে বাসটির ভিতরে-বাইরে দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এসময় বাসে ঘুমিয়ে থাকা যাত্রীরা কোন কিছু বুঝে উঠার আগেই আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন মারা যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের মধ্যে ১০ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে, ১৬ জনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। এছাড়া চৌদ্দগ্রাম হাসপাতালে নেয়া ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগের প্রধান ডা. মির্জা মো. তাইয়েবুল ইসলাম জানান, জিলকত, রাশেদুল ও শফিকুল নামে ৩ জনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের ৭৪ থেকে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদিকে সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানান, দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে। রেলমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক এ হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।
Posted 2 hours ago by Kutubi Coxsbaz
Home »
» কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুবৃত্তরা। এতে এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাসে পেট্রল বোমা হামলা চালিয়েছে দুবৃত্তরা। এতে এখন পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬ জন।
Written By Unknown on মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫ | ১:৪৫ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন