Home » » আর্ন্তজাতিক | অন্যরা যা পড়ছেন ২ মার্চ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন

আর্ন্তজাতিক | অন্যরা যা পড়ছেন ২ মার্চ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন

Written By Unknown on সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫ | ১:৩৭ AM

15
আর্ন্তজাতিক |
অন্যরা যা পড়ছেন
২ মার্চ ঢাকায়
আসছেন ভারতের
পররাষ্ট্র সচিব
বাংলাদেশে আসছেন
মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী জন
কেরি
পরক্ষীয় কখনো খুব
ভালো নম্বর পেতাম
না : মোদি
মিলে যাচ্ছে ভারত-
পাকিস্তান দুই
দেশে দুই রাজপরিবার
২১ খ্রিষ্টান মিশরীয়র
শিরশ্ছেদের
ভিডিওটি ভুয়া বলে দাবি!
দক্ষিণ সুদানে ৮৯ শিশু
অপহৃত
বাগদাদের প্রথম
নারী মেয়র
অস্ত্রের মুখে স্কুল
থেকে ৮৯
শিশুকে অপহরণ
পাকিস্তানে সংঘর্ষে সেনা কর্মকর্তাসহ
নিহত ৯
পাকিস্তানের
কয়লা খনিতে বিষাক্ত
গ্যাস; ৬ শ্রমিক নিহত
অবশেষে বিতর্কিত
মোদীর স্যুট ৫
কোটি টাকায়
বিক্রি !
লিবিয়ায়
গাড়ি বিস্ফোরণ;
নিহত ৩০
ভারতে ক্রমাগত ধর্ষণ
ঠেকাতে ক্ষমতাসীন
নেতার
ব্যাতিক্রমী দাওয়াই !
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের
পিছু ছাড়ছেনা ধর্ষণ
কেলেংকারী। একেরপর এক
ভয়ানক সব ধর্ষণের
ঘটনা মানবতাকে করে দিচ্ছে স্তব্ধ।
সাধারন মানুষ যখন এমন অপরাধ
থেকে চাইছে মুক্তি তখন
ক্ষমতাসীন দলের এক শীর্ষ
নেতা দিলেন ধর্ষণ থেকে মুক্তির
দাওয়াই ।
সাধারণ মানুষ যোগব্যায়াম
করলে দেশে ধর্ষণের
ঘটনা কমে আসবে বলে দাবি করেছেন
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয়
জনতা পার্টির (বিজেপি)
নেতা মুরলি মনোহার জোশি।
আজ সোমবার এনডিটিভির
খবরে জানানো হয়, এক
সেমিনারের বক্তৃতায় জোশি ওই
মন্তব্য করেন।
বক্তব্যে জোশি বলেন,
‘আমি বিশ্বাস করি সাধারণ মানুষ
নিয়মিত যোগব্যায়াম
করলে ধর্ষণের ঘটনা কমবে।
আমি বলছি না যে তা একেবারে থেমে যাবে,
তবে অবশ্যই কমবে।’
জোশি বলেন, ‘যোগব্যায়াম
মানুষের শরীর সম্পর্কে নারী-
পুরুষের চিন্তায় পরিবর্তন আনবে।
আমাদের শরীর প্রকৃতিপ্রদত্ত
একটি মেশিন, যেটি বড় কাজ
করার জন্য দেওয়া হয়েছে।
যোগব্যায়ামে মানুষের মনোযোগ
সেদিকে যাবে।’
জেলখানায় অপরাধীদের আচরণগত
পরিবর্তন আনার
মাধ্যমে নিউইয়র্কে অপরাধের
হার কমানো সম্ভব হয়েছে।
গবেষণায়
এমনটা দেখা গেছে বলে দাবি করেন
জোশি। দেশের
নিরাপত্তারক্ষীদের
যোগব্যায়ামের
শিক্ষা দেওয়া উচিত বলেও মন্তব্য
করেন বিজেপির ওই নেতা।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন