Home » » বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

Written By Unknown on বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫ | ৪:৩৫ AM

বাংলাদেশে বিরাজমান
পরিস্থিতি নিয়ে আলোচনায়
বসতে যাচ্ছে ইউরোপীয়
পার্লামেন্ট
আন্তরজাতিক ডেস্ক :
বাংলাদেশে বিরাজমান
পরিস্থিতি নিয়ে আগামীকাল
(বৃহস্পতিবার) আলোচনায়
বসতে যাচ্ছে ইউরোপীয়
পার্লামেন্ট (ইউপি)।
সম্প্রতি পার্লামেন্টের
একটি প্রতিনিধিদলের
ঢাকা সফরের বিষয়ে ওই
আলোচনায় একটি প্রতিবেদনও
দাখিল করা হবে।
ইউরোপীয় পার্লামেন্ট
জানিয়েছে, ‘ফিডব্যাক ফরম
ডিআরওআই মিশন টু বাংলাদেশ’
শিরোনামে একটি প্রবন্ধ পেশ
করা হবে।
সেখানে বাংলাদেশের বর্তমান
অবস্থার খুঁটিনাটি বর্ণনা থাকবে।
তিন সদস্যবিশিষ্ট ইউরোপীয়
পার্লামেন্টের
মানবাধিকারবিষয়ক সাব-কমিটির
(ডিআরওআই) একটি প্রতিনিধিদল
১৬ থেকে ২০
ফেব্রুয়ারি ঢাকা সফর করে। এ সময়
তারা চলমান
সহিংসতা অবসানে দ্রুত
একটি উপায় বের করতে সরকার,
জাতীয় সংসদের স্পিকার,
বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া, সুশীল সমাজের
সদস্য, পরিবেশবাদী, বাণিজ্য ও
শ্রমিক ইউনিয়ন
নেতা এবং অন্যান্য রাজনৈতিক
দলের শীর্ষ নেতাসহ দেশের
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও
মানবাধিকার প্রতিষ্ঠানের
সঙ্গে বৈঠক করে।
ঢাকা ছাড়ার আগে ওই
প্রতিনিধিদল এক

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন