লাশের
সংখ্যা বেড়ে এখন ৬৯ ;
উদ্ধারকাজ
সমাপ্তি ঘোষণা
রাজবাড়ি প্রতিনিধি :
কার্গো জাহাজের ধাক্কায়
ডুবে যাওয়া লঞ্চ
এমভি মোস্তফাকে উদ্ধার
করা হয়েছে। সোমবার
ভোরে উদ্ধারকারী জাহাজ রুস্তম
ওই লঞ্চটিকে উদ্ধার করে। সর্বশেষ
খবর পাওয়া পর্যন্ত মৃতের
সংখ্যা দাঁড়িয়েছে ৬৯।
উদ্ধারকৃত
লঞ্চটিকে পাটুরিয়া ঘাটের
দড়িকান্দি এলাকায়
রাখা হয়েছে। মৃতের
সংখ্যা আরো বাড়তে পারে বলে জেলা বিশেষ
শাখার (ডিএসবি) এসআই আবদুস
সালাম জানিয়েছেন।
এদিকে, লঞ্চ উদ্ধারের পর
প্রাথমিকভাবে উদ্ধারকাজ
সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক
রাশেদা ফেরদৌস সোমবার
সকাল সাড়ে ১০টায় উদ্ধারকাজ
সমাপ্ত ঘোষণা করেন।
শিবালয়
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিভ
খান জানান, কন্ট্রোলরুমে ৬৯
জনের মৃতদেহের
মধ্যে ৫৭টি পরিবারের
কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ব্যক্তিদের লাশ পরিবহণের
জন্য
লাশপ্রতি পরিবারকে জেলা প্রশাসনের
পক্ষ থেকে ২০ হাজার
টাকা করে প্রদান করা হয়েছে।
এর আগে রোববার বিকেলেই
লঞ্চডুবির ঘটনায় নিহতের প্রত্যেক
পরিবারকে এক লাখ ২৫ হাজার
টাকা করে সহায়তা দেওয়ার
ঘোষণা দিয়েছে সরকার। এর
মধ্যে মানিকগঞ্জ
জেলা প্রশাসনের পক্ষ
থেকে তাৎক্ষণিক ২০ হাজার
টাকা এবং উদ্ধার কাজ শেষ
হলে আরও এক লাখ ৫ হাজার
টাকা দেওয়া হবে জানানো হয় ।
এর আগে রোববার রাত
সাড়ে ১১টার
দিকে মাওয়া থেকে পাটুরিয়ায়
এসে পৌঁছায়
উদ্ধারকারী জাহাজ এমভি রুস্তম।
দুর্ঘটনাকবলিত লঞ্চ
থেকে সাঁতরে উদ্ধার
পাওয়া যাত্রী বিমল চন্দ্র মণ্ডল,
তাপস কুমার দাস ও তার বন্ধু আখতার
মোল্লা জানান,
এমভি মোস্তফা লঞ্চে করে তারা ফরিদপুরের
উদ্দেশে যাচ্ছিলেন। মাঝ
নদীতে পৌঁছানোর পর বাম দিক
থেকে এসে কার্গোটি তাদের
লঞ্চকে ধাক্কা দেয়। এতে কয়েক
মিনিটের মধ্যেই ডান দিকে কাত
হয়ে লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল
বলেও জানান তারা।
Home »
লাশের
সংখ্যা বেড়ে এখন ৬৯ ;
উদ্ধারকাজ
সমাপ্তি ঘোষণা
» লাশের
সংখ্যা বেড়ে এখন ৬৯ ;
উদ্ধারকাজ
সমাপ্তি ঘোষণা
লাশের সংখ্যা বেড়ে এখন ৬৯ ; উদ্ধারকাজ সমাপ্তি ঘোষণা
Written By Unknown on সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫ | ৩:৫৬ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন