মেয়েদের
বিষয়ে কিছু
আশ্চর্যজনক তথ্য !
সময়ের কণ্ঠস্বর : বিভিন্ন
গবেষণার মাধ্যমে মহিলাদের
বিষয়ে কিছু মজাদার ও
আশ্চর্যজনক তথ্য বের
হয়ে এসেছে।
যা জানতে পারলে আপনিও
বিস্মিত হয়ে যাবেন।
সারা বিশ্বের সকল নারীর উপর এ
জরিপ চালান হয়। জরিপের
ফলাফলের
তথ্যগুলো এখানে দেয়া হল-
১. প্রতি ৯০
সেকেন্ডে গর্ভপাত ও সন্তান
জন্মদানের কারনে একজন
মহিলা মৃত্যুবরন করেন।
২. মেয়েরা বছরে প্রায় ৩০
থেকে ৬৪ বার
কান্নাকাটি করে আর
ছেলেরা ০৬ থেকে ১৭ বার
কান্না করে।
৩. রাশিয়ায় পুরুষের তুলনায়
নারীর সংখ্যা প্রায় নয় লক্ষ
বেশি।
৪. মেয়েরা তাদের সম্পূর্ণ
জীবনের প্রায় এক বছরের মত সময়
শুধুমাত্র কোন
কাপড়টি পরিধান
করবে তা চিন্তা করেই
কাটিয়ে দেন।
৫. মেয়েরা দিনে গড়ে প্রায়
২০০০০ শব্দের ব্যাবহার
করে কথা বলার জন্য।
যেখানে ছেলেরা গড়ে মাত্র
৭০০০ শব্দ ব্যাবহার করে।
৬. মেয়েরা দিনে তিন বার
মিথ্যা বললে,
ছেলেরা দিনে ছয় বার
মিথ্যা কথা বলে।
৭. বিশ্বের সব থেকে কম
বয়সে ডিভোর্সপ্রাপ্ত নারীর
বয়স ছিল মাত্র ১০ বছর।
৮. যেসব নারীদের হার্ট ও
বুকে ব্যথার সমস্যা রয়েছে,
তাদের বিষণ্ণতা, বদহজম ও
কাঁধে ব্যথার সমস্যাও
রয়েছে।
৯. মহিলাদের হৃদকম্পন পুরুষের
তুলনায় বেশি। একই
সময়ে পুরুষের তুলনায়
মহিলাদের হৃদকম্পনের পরিমান
বেশি ও দ্রুত। এর কোন
বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও
জানা যায় নি।
১০. ছেলেদের তুলনায়
মেয়েরা স্বাদ পরীক্ষায়
বেশি পারদর্শী।
১১. লম্বা নারীদের ক্যান্সার
হওয়ার ঝুঁকি বেশি।
১২. মহিলাদের মৃত্যুর প্রধান
কারন হৃদরোগ। তাই কোন
নারী যদি কখনো বলে যে তার
হার্ট নেই, তাহলে বিশ্বাস
করবেন না।
১৩. সকল মহিলারাই সুন্দর। শুধু
কমতি আছে আত্মবিশ্বাসের।
তাই নিজের আত্মবিশ্বাস
বৃদ্ধি করুন। পৃথিবীতে মাত্র
২ শতাংশ
নারী নিজেকে সুন্দর
বলে মনে করেন ও প্রকাশ করেন।
১৪. মেয়েরা এক মিনিটে প্রায়
১৯ বার তাদের চোখের পলক
ঝাপটায়।
যেখানে ছেলেরা মাত্র ১১
বার।
নিজে পরীক্ষা করে দেখতে পারেন।
১৫. মেয়েরা প্রচুর
পরিমানে স্বপ্ন দেখে।
একটি মেয়েকে স্বপ্নের
কথা জিজ্ঞেস করলে তার
কাছে বলার জন্য অনেক গল্প
পাবেন, কিন্তু একজন
পুরুষকে কাল রাতের স্বপ্নের
কথা জিজ্ঞেস
করলে সে বলতে পারবে না।
উপরের তথ্যগুলো শুধু যেনেই
মজা পাবেন না।
পরীক্ষা করে দেখতে পারেন,
বেশি আনন্দিত হবেন।
Home »
» মেয়েদের
বিষয়ে কিছু
আশ্চর্যজনক তথ্য !
মেয়েদের বিষয়ে কিছু আশ্চর্যজনক তথ্য !
Written By Unknown on বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫ | ৩:৪৪ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন