Home » » ৫০ জনের হত্যাকারী সেই জার্মান নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

৫০ জনের হত্যাকারী সেই জার্মান নার্সের যাবজ্জীবন কারাদণ্ড

Written By Unknown on রবিবার, ১ মার্চ, ২০১৫ | ৩:৩৪ AM

৫০ জনের
হত্যাকারী সেই
জার্মান নার্সের
যাবজ্জীবন কারাদণ্ড
চিত্র-বিচিত্র ডেস্ক : ৫০ জন
রোগীকে অতিরিক্ত চেতনাশক
ওষুধ প্রয়োগ
করে হত্যা করা জার্মানির সেই
আলোচিত নার্সকে যাবজ্জীবন
কারাদন্ড দিয়েছে সেদেশের
আদালত। খুনের
বিষয়টি আদালতে অকপটে স্বীকার
করেছেন তিনি। ঘৃণ্য এ কাজের
যথা উপযুক্ত শাস্তিও পেয়েছেন
৩৮ বছর বয়সি নেলস এইচ নামের ওই
নার্স। হত্যা ও হত্যাচেষ্টার
দায়ে তাকে যাবজ্জীবন
কারাদণ্ড দিয়েছে উত্তর
জার্মানি একটি আদালত। গত
সপ্তাহে এক
শুনানিতে আদালতকে তিনি জানান,
সেবা দিতে দিতে ক্লান্ত
হয়ে যাওয়া পর বিরক্ত হয়েই
রোগীদের শরীরে অতিরিক্ত
চেতননাশক ওষুধ প্রয়োগ
করে তাদের মৃত্যু নিশ্চিত করেন
তিনি। এ ঘটনাগুলো ঘটে ২০০৩
থেকে ২০০৫ সালে। নির্মম ওই
কাজের জন্য হত্যার শিকার
পরিবার ও স্বজনদের কাছে ক্ষমাও
চেয়েছেন তিনি। দ্য
ইন্ডিপেন্ডেন্ট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন