Home » » অবশেষে রুবেলের সাথে সব লেনদেন চুকিয়ে দিলেন অভিমানী হ্যাপি !

অবশেষে রুবেলের সাথে সব লেনদেন চুকিয়ে দিলেন অভিমানী হ্যাপি !

Written By Unknown on রবিবার, ১৫ মার্চ, ২০১৫ | ১২:১৬ PM

অবশেষে রুবেলের
সাথে সব লেনদেন
চুকিয়ে দিলেন
অভিমানী হ্যাপি !
বিনোদন ডেস্ক
বেশ কয়েকমাস ধরে নানা ঘটন
অঘটন আর
নাটকিয়তা শেষে অবশেষে আলোচিত
ক্রিকেটার রুবেলের সাথে এবার
সব লেনদেন চুকিয়ে দেয়ার
ঘোষণা দিলেন বহুল সমালোচিত
নায়িকা নাজনিন আক্তার
হ্যাপি । ‘ অভিমানী’
হ্যাপি এবার না পাওয়ার
হতাশা আর বেদনায় চুর
হয়ে নিজের ফেসবুক
স্ট্যাটাসে আজ ১৪ ই মার্চ
বিকেলেই লিখেছেন
‘কারো জন্যই আর
ভাববোনা স্টারটিং এ নিউ
লাইফ ‘
স্ট্যাটাসে তিনি বলেছেন,
কারো জন্য আর ভাববো না। নতুন
জীবন শুরু করেছি। যেখানে শুধু
আমি……
হ্যাপির এই
সিদ্ধান্তকে স্বাগত
জানিয়ে ইতমধ্যেই
কয়েক হাজার
ফেসবুক
ব্যাবহারকারি শুভকামনাও
জানিয়েছেন ।
সান্ত্বনা দিয়েছেন
তার ভক্ত
অনুরাগীরা ।
এতদিন আলোচিত হ্যাপির
বিরুদ্ধে হাজার রকমের মন্তব্য
থাকলেও এবারই প্রথম হ্যাপির এমন
সিদ্ধান্তে মিশ্র
প্রতিক্রিয়া জানিয়ে হ্যাপির
পক্ষেই
কথা বলতে দেখা গেছে অধিকাংশ
মানুষকে । অনেকেই মন্তব্য
করেছেন হ্যাপির এই নীরব
অভিমান একদিন ‘ অভিশাপ হয়েই
হয়ত ফিরে আসবে রুবেলের
জীবনে ‘ । যদিও হ্যাপি একাধিক
বার বলেছেন রুবেলকে ক্ষমাই
করে দিবেন তিনি ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন