আইএসের
সঙ্গে মিলে কাজ করার
প্রত্যয় হারামের
আন্তর্জাতিক :
ইরাক ও সিরিয়ায় প্রভাব
বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক
স্টেট সংক্ষেপে আইএসের
প্রতি আনুগত্য স্বীকার করে দলটির
সঙ্গে মিলে কাজ করার প্রত্যয়
ব্যক্ত করেছে বোকো হারাম।
পর্যবেক্ষক গোষ্ঠী ‘সাইট’য়ের
বরাত দিয়ে এ খবর
জানিয়েছে রয়টার্স।
শনিবার নিজেদের টুইটার
অ্যাকাউন্টে একটি অডিও
বার্তা পোস্ট করে এই ঘোষণার
কথা জানিয়েছে নাইজেরিয়ার
সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম।
অডিওটিতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি এই
সংগঠনের নেতা আবুবকর
শেকাউয়ের বলে মনে করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে এর
সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ওই অডিওটিতে আইএস দলের
স্বঘোষিত খলিফা আবু বকর আল-
বাগদাদিকে মুসলিম বিশ্বের
খলিফা হিসেবে মেনে নিয়ে তার
প্রতি আনুগত্য প্রকাশ করা হয়েছে।
ঘোষণায়
বলা হয়েছে,‘আমরা খলিফার
প্রতি আনুগত্য প্রকাশ করলাম
এবং সবসময় তার সব নির্দেশ
মেনে চলব।’
অডিওতে খলিফা বলতে আইএস
দলের নেতা ইব্রাহিম ইবন আওয়াদ
ইবন ইব্রাহিম আল আওয়াদ আল
কুরায়শিকেই বুঝান হয়েছে। যদিও
তিনি আবু বকর আল
বাগদাদি নামেই বেশি পরিচিত
এবং তার নেতৃত্বেই এই সশস্ত্র
গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার
একটি বিশাল এলাকা দখল
করে নিয়েছে। বাগদাদি এর
আগে মধ্যপ্রাচ্য, পাকিস্তান
এবং উত্তর আফ্রিকার অন্যান্য
সশস্ত্র গোষ্ঠীগুলোর আনুগত্য গ্রহণ
করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে শনিবার নাইজেরিয়ার
মাইদুগুরি শহরে কয়েক দফায়
আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
এতে অন্তত ৫০ জন নিহত
হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে বোকো হারাম
এসব হামলার দায় স্বীকার করেনি।
বোকো হারামের প্রথমদিকের
অন্যতম প্রধান কার্যক্রম ছিল
পশ্চিমা শিক্ষার
বিরোধিতা করা। হাউসা ভাষায়
‘বোকো হারাম’
মানে হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা’
নিষিদ্ধ।
শুরুতে বোকো হারামকে আল
কায়েদার সাথে সংশ্লিষ্ট
বলে ধারণা করা হলেও, এখন
তারা আইএসের কৌশল অনুসরণ
করতে শুরু করেছে।
বোকো হারামের
বিরুদ্ধে নাইজেরিয়ার
সেনাবাহিনী ততটা কার্যকর
ভূমিকা রাখতে পারছে না।
তবে বর্তমানে প্রতিবেশী দেশ
চাদ, ক্যামেরন, আর নাইজারের
সেনারা তাদের বিরুদ্ধে লড়াই
করতে শুরু করেছে।
আন্তর্জাতিক :
ইরাক ও সিরিয়ায় প্রভাব
বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক
স্টেট সংক্ষেপে আইএসের
প্রতি আনুগত্য স্বীকার করে দলটির
সঙ্গে মিলে কাজ করার প্রত্যয়
ব্যক্ত করেছে বোকো হারাম।
পর্যবেক্ষক গোষ্ঠী ‘সাইট’য়ের
বরাত দিয়ে এ খবর
জানিয়েছে রয়টার্স।
শনিবার নিজেদের টুইটার
অ্যাকাউন্টে একটি অডিও
বার্তা পোস্ট করে এই ঘোষণার
কথা জানিয়েছে নাইজেরিয়ার
সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম।
অডিওটিতে যে কণ্ঠটি শোনা যাচ্ছে সেটি এই
সংগঠনের নেতা আবুবকর
শেকাউয়ের বলে মনে করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে এর
সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ওই অডিওটিতে আইএস দলের
স্বঘোষিত খলিফা আবু বকর আল-
বাগদাদিকে মুসলিম বিশ্বের
খলিফা হিসেবে মেনে নিয়ে তার
প্রতি আনুগত্য প্রকাশ করা হয়েছে।
ঘোষণায়
বলা হয়েছে,‘আমরা খলিফার
প্রতি আনুগত্য প্রকাশ করলাম
এবং সবসময় তার সব নির্দেশ
মেনে চলব।’
অডিওতে খলিফা বলতে আইএস
দলের নেতা ইব্রাহিম ইবন আওয়াদ
ইবন ইব্রাহিম আল আওয়াদ আল
কুরায়শিকেই বুঝান হয়েছে। যদিও
তিনি আবু বকর আল
বাগদাদি নামেই বেশি পরিচিত
এবং তার নেতৃত্বেই এই সশস্ত্র
গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার
একটি বিশাল এলাকা দখল
করে নিয়েছে। বাগদাদি এর
আগে মধ্যপ্রাচ্য, পাকিস্তান
এবং উত্তর আফ্রিকার অন্যান্য
সশস্ত্র গোষ্ঠীগুলোর আনুগত্য গ্রহণ
করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে শনিবার নাইজেরিয়ার
মাইদুগুরি শহরে কয়েক দফায়
আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
এতে অন্তত ৫০ জন নিহত
হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে বোকো হারাম
এসব হামলার দায় স্বীকার করেনি।
বোকো হারামের প্রথমদিকের
অন্যতম প্রধান কার্যক্রম ছিল
পশ্চিমা শিক্ষার
বিরোধিতা করা। হাউসা ভাষায়
‘বোকো হারাম’
মানে হচ্ছে ‘পশ্চিমা শিক্ষা’
নিষিদ্ধ।
শুরুতে বোকো হারামকে আল
কায়েদার সাথে সংশ্লিষ্ট
বলে ধারণা করা হলেও, এখন
তারা আইএসের কৌশল অনুসরণ
করতে শুরু করেছে।
বোকো হারামের
বিরুদ্ধে নাইজেরিয়ার
সেনাবাহিনী ততটা কার্যকর
ভূমিকা রাখতে পারছে না।
তবে বর্তমানে প্রতিবেশী দেশ
চাদ, ক্যামেরন, আর নাইজারের
সেনারা তাদের বিরুদ্ধে লড়াই
করতে শুরু করেছে।
Home »
আইএসের
সঙ্গে মিলে কাজ করার
প্রত্যয় হারামের
» আইএসের
সঙ্গে মিলে কাজ করার
প্রত্যয় হারামের
আইএসের সঙ্গে মিলে কাজ করার প্রত্যয় হারামের
Written By Unknown on শনিবার, ৭ মার্চ, ২০১৫ | ৮:৫২ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন