Home » » রুবেল কে উদ্দ্যেশ্যে যা বললেন তাসলিমা

রুবেল কে উদ্দ্যেশ্যে যা বললেন তাসলিমা

Written By Unknown on রবিবার, ৮ মার্চ, ২০১৫ | ১১:০১ PM

রুবেল
কে উদ্দ্যেশ্যে যা বললেন
তাসলিমা
সময়ের কণ্ঠস্বর ডেস্ক :
সম্প্রতি জাতীয় দলের বোলার
রুবেলের বিরুদ্ধে দায়ের
করা মামলা থেকে সরে দাঁড়িয়েছে হ্যাপী।
এইখবর জানার পর বিশিষ্ট
নারীবাদী নির্বাসিত
লেখিকা তসলিমা নাসরিন তার
ফেসবুকে লেখেক,
‘হ্যাপি নাকি রুবেলের
বিরুদ্ধে করা ওর
মামলাটা তুলে নিয়েছে? খুব
উদারতা দেখিয়েছে হ্যাপি।
ঝগড়া লড়াই কম হলেই ভালো।
এবার রুবেল কিছুটা উদার হোক। আর
ও যদি না হয় উদার, হ্যাপির বয়েই
গেল, অনেক উদার মানুষের
সঙ্গে ওর পথ চলতে নিশ্চই
দেখা হবে।
উল্লেখ্য, এর আগে ১৫ ডিসেম্বর
তসলিমা নাসরিন জানান,
হ্যাপী দুনিয়াকে জানিয়ে দিয়েছে,
রুবেলের সঙ্গে তার শারীরিক
সম্পর্কের কথা, রুবেলের
তাকে ধর্ষণ করার কথা, লজ্জার
আশঙ্কায় সে একা একা কাঁদেনি,
এ খুব ভালো কাজ। কিন্তু
শুয়েছে বলে বা ধর্ষিতা হয়েছে বলে তার
ক্যারিয়ার নষ্ট হয়ে গেল, এমন
ভাবাটা ঠিক নয়।
তিনি জানান,
হ্যাপীকে বিয়ে করতে চায়নি রুবেল।
মডেলদের সম্পর্কে ইডিয়টের মত
মন্তব্য করেছে। নষ্ট ছেলের মত অন্য
মেয়েদের
সঙ্গে ফস্টিনস্টি করেছে — এমন
অশিক্ষিত, অবিবেচক, অপদার্থ,
লম্পট, প্রতারক, ধর্ষককে হ্যাপী কেন
বিয়ে করতে চায়, বুঝি না!
ওকে যা ইচ্ছে তাই করুক কিন্তু
ভুলেও যেন বিয়েটা ন

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন