সাগর-রুনি হত্যা :
সাংবাদিকদের ১
মাসের আল্টিমেটাম
ঢাকা ১১ মার্চ :
প্রকাশ : ১১ মার্চ, ২০১৫
সাগর-রুনির
হত্যাকাণ্ডের
সাথে জড়িতদের
গ্রেফতারে সরকারকে এক মাসের
আল্টিমেটাম দিলেন
সাংবাদিক নেতারা।
এতে খুনিদের গ্রেফতার
করতে সরকার ব্যর্থ হলে আগামী ১১
এপ্রিল জাতীয় প্রেসক্লাবের
সামনের সড়ক অবরোধ
করে বিক্ষোভ সমাবেশ করা হবে।
বুধবার
দুপুরে ঢাকা রিপোর্টার্স
ইউনিটির উদ্যোগ সাগর-
রুনি হত্যাকারীদের বিচারের
দাবিতে আয়োজিত
মানববন্ধনে সংগঠনের
সভাপতি সাখাওয়াত হোসেন
বাদশা কর্মসূচি ঘোষণা করেন।
ডিআরইউ চত্বরে আয়োজিত মানব
বন্ধন কর্মসূচিতে বাংলাদেশ
ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ,
পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত
আহ্বায়ক রুহুল আমিন গাজী,
ঢাকা সাংবাদিক ইউনিয়নের
সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ,
সাবেক সভাপতি ওমর ফারুক,
সাবেক সাধারণ সম্পাদক শাবান
মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
অপর অংশের সভাপতি কবি আব্দুল
হাই সিকদার, সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর আলম, ডিআরইউ সাবেক
সভাপতি শাহেদ চৌধুরীসহ
বিভিন্ন সাংবাদিক সংগঠনের
নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তিন বছর পরও সাগর রুনির
হত্যাকারীদের গ্রেফতার
না করায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত
ব্যবস্থা নেয়ার দাবি জানান।
একইসাথে সাংবাদিকদের ওপর
নির্যাতন বন্ধসহ অবিলম্বে বন্ধ
গণমাধ্যম খুলে দেয়ার
দাবি জানান। একই
সাথে সাংবাদিক কনক
সারওয়ারের রিমান্ডের
নিন্দা জ্ঞাপন করেন।
সভাপতি শাখাওয়াত হোসেন
বাদশা বলেন, আমরা ১মাস সাগর-
রুনির হত্যাকাণ্ডের বিচারের
দাবিতে সরকারের বিভিন্ন
মহলের কাছে আলাপ-
আলোচনা করব। যদি সরকার পদক্ষেপ
নিতে ব্যর্থ হয়
তাহলে রাজপথে নামতে বাধ্য
হবে সাংবাদিকরা।
Home »
সাগর-রুনি হত্যা :
সাংবাদিকদের ১
মাসের আল্টিমেটাম
» সাগর-রুনি হত্যা :
সাংবাদিকদের ১
মাসের আল্টিমেটাম
সাগর-রুনি হত্যা : সাংবাদিকদের ১ মাসের আল্টিমেটাম
Written By Unknown on বুধবার, ১১ মার্চ, ২০১৫ | ১১:২৩ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন