Home » , » জেনে নিন, পুরুষের গোপন সমস্যার ঘরোয়া সমাধান !

জেনে নিন, পুরুষের গোপন সমস্যার ঘরোয়া সমাধান !

Written By Unknown on শুক্রবার, ৬ মার্চ, ২০১৫ | ১:৩৩ AM

জেনে নিন, পুরুষের
গোপন সমস্যার
ঘরোয়া সমাধান !
স্বাস্থ্য ডেস্ক : আমাদের
মধ্যে অনেকেই লজ্জায় এসব
বিষয়ে কাউকে কিছু
না বলে নিজের
মধ্যে লুকিয়ে রাখে। এ
থেকে সমস্যা আরো মারাত্মক
আকার ধারণ করে। তাই এসব
সমস্যা নিজের
মধ্যে লুকিয়ে না রেখে বিশেষজ্ঞ
ডাক্তারের শরণাপন্ন হতে হবে।
প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ
সেবনের মাধ্যমে এসব
সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
প্রতিটি মানুষেরই জীবনের
একটা নির্দিষ্ট সময়ে এই যৌবন
মানুষের জীবনে আসে। এই সময়টাই
মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান
সময়। এই সময়ে নারী ও পুরুষের দেহ-
মনে ব্যাপক পরিবর্তন আসে। এসময়
একই সাথে নারী ও পুরুষদের
নানা ধরনের শারীরিক
প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
যা তাদের স্বাভাবিক
জীবনযাত্রা ব্যাহত করে।
রক্তের সুগার নিয়ন্ত্রণ,
ভিডিআরএল, টিপিএইচ,
এইচবিএসএজি ও রক্তের হরমোন
এনালাইসিস এর
মাধ্যমে এথেকে পরিত্রাণ
পাওয়া যায়।
এছাড়া আপনি চাইলে ঘরে বসেই
এসব সমস্যা সমাধান করতে পারেন।
এই পদ্ধতিকে বলা হয় হোম
রেমেডি। হবে সবক্ষেত্রে হোম
রেমেডি প্রযোজ্য নয়। রোগের
প্রাথমিক অবস্থায় হোম
রেমেডি পদ্ধতি প্রয়োগ
করে রোগটি নির্মূল করা সম্ভব হয়।
যেসকল পুরুষের যৌন সক্ষমতা কম
তারা নিচের পদ্ধতিগুলো অনুসরণ
করতে পারেন।
যৌন অক্ষমতার প্রথম ধাপের
চিকিত্সাতে দৈনন্দিন
জীবনে ব্যবহার্য
কি কি সামগ্র্রী কাজে লাগতে পারে বা তা ব্যবহারে কি উপকার
হয়–
যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব
ভালো ফল দিয়ে থাকে৷ রসুন
কে ‘গরীবের পেনিসিলিন’
বলা হয়৷ কারণ এটি এন্টিসেপ্টিক
হিসেবে কাজ
করে যা আমরা প্রায় প্রতিনিয়্তই
খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি৷
আপনার যৌন ইচ্ছা ফিরে আনার
ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী৷
কোনো রোগের
কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন
ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায়
ফিরে পেতে সাহায্য করে৷
এছাড়া যদি কোনো ব্যক্তির যৌন
ইচ্ছা খুব বেশি হয়
বা তা মাত্রাতিরিক্ত হয় যার
অত্যধিক প্রয়োগ তার নার্ভাস
সিস্টেমের
ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে ও
রসুন খুবই কার্যকরী৷
প্রতিদিন দু থেকে তিনটি রসুনের
কোয়া কাঁচা অবস্থায়
চিবিয়ে খান৷ এতে আপনার যৌন
ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে৷
এ ছাড়া গমের তৈরি রুটির
সঙ্গে রসুন
মিশিয়ে খেলে তা আপনার
শরীরে স্পার্ম উত্পাদনের
মাত্রা বাড়ায় এবং সুস্থ্য স্পার্ম
তৈরিতে এটি সাহায্য করে৷ কাম-
উত্তেজক ও
কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ
বহুদিন থেকেই ব্যবহূত হয়ে আসছে৷
কিন্তু এটি কিভাবে এই
বিষয়ে কার্যকরী তা এখন ও পর্যন্ত
সঠিক ভাবে জানা যায়নি৷
সাদা পেঁয়াজ
পিষে নিয়ে তাকে মাখনের
মধ্যে ভালো করে ভেঁজে নিয়ে তা প্রতিদিন
মধুর
সঙ্গে খেলে তা থেকে উপকার
পাওয়া যায়৷ কিন্তু একটি বিষয়
মনে রাখবেন, এটি খাওয়ার
আগে ঘণ্টা দুয়েক সময় আপনার পেট
খালি রাখবেন৷
এইভাবে প্রতিদিন খেলে স্খলন,
শীঘ্রপতন বা ঘুমের মধ্যে ধাতুপতন
ইত্যাদি সমস্যার সমাধান
হওয়া সম্ভব৷
এছাড়া পেঁয়াজের রসের
সঙ্গে কালো খোসা সমেত
বিউলির ডালের গুঁড়ো সাত দিন
পর্যন্ত
ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিন৷
এঅটির নিয়্মিত ব্যবহার আপনার
কাম-উত্তেজনা বজায়
রাখবে এবং শারীরিক
মিলনকালীন সুদৃঢ়তা বজায় রাখবে৷
গাজর: দেড়শো গ্রাম গাজর
কুঁচি এক টেবিল চামচ মধু এবং হাফ-
বয়েল ডিমের
সঙ্গে মিশিয়ে দুমাস
খেলে আপনার শারীরিক এই
অক্ষমতা হ্রাস পেতে পারে৷
পেঁয়াজ :-
আমরা অনেকেই জানি পেঁয়াজ
খেলে শরীরের
তাপমাত্রা বৃদ্ধি পায়। সহজলভ্য এই
মসলাটি কাম উত্তেজক ও
কামনা বৃদ্ধিকারী হিসাবে অনেকদিন
ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তবে এর
ব্যবহার বিধি সম্পর্কে এখন সুস্পষ্ট
তেমনকিছু জানা সম্ভব হয়নি।
তবে বিশেষজ্ঞদের মতে,
সাদা পেঁয়াজ বাটা মাখনের
সাথে ভেজে মধুর
সাথে মিশিয়ে খেলে উপকার
পাওয়া যায়। উল্লেখ্য,
এটি খাওয়ার আগে দুই
থেকে আড়াই ঘন্টা পর্যন্ত
কোনো কিছু খাওয়া যাবে না।
এটি খেলে দ্রুত বীর্যপাত, ঘুমের
মধ্যে ধাতুপতন প্রভৃতি সমস্যার
সমাধান হয়। এছাড়াও পেঁয়াসের
রসের সাথে কালো খোসা সহ
বিউলির ডালের গুড়া সাত দিন
ভিজিয়ে রেখে রোদে শুকিয়ে সেটি নিয়মিত
খেলে কাম-উত্তেজনা বজায়
থাকে এবং শারীরিক
মিলনকালীন সুদৃঢ়তা বজায় থাকে।
রসুন :-
মসলা হিসেবে রসুন আমাদের
সকলের কাছেই পরিচিত।
ডাক্তারী ভাষায় রসুনকে বলা হয়
গরীবের পেনিসিলিন।
এটি অ্যান্টিসেপ্টিক
এবং Immune Booster হিসাবে কাজ
করে। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন
খুবই কার্যকরী ভূমিকা পালন করে।
বিশেষ কোনো রোগের
কারণে বা দুর্ঘটনার কারণে যৌন
ক্ষমতা হারিয়ে গেলে রসুনের
মাধ্যমে তা পুণরায়
ফিরে পাওয়া যায়। প্রতিদিন দুই
থেকে তিন কোয়া রসুন
কাঁচা অবস্থায়
চিবিয়ে খেলে হারানো যৌন
অক্ষমতা ফিরে পাওয়া যায়।
যারা খালি কাঁচা রুসন
খেতে পারেন না তারা গমের
আটার তৈরি রুটির সাথেও
কাঁচা রসুন
মিশিয়ে খেতে পারেন।
এতে শরীরে স্পার্ম তৈরির
মাত্রা বেড়ে যায় এবং সুস্থ
স্পার্ম তৈরিতে এটি সাহায্য
করে থাকে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন