Home » » আরেকটি নির্বাচন চাই : কাদের সিদ্দিকী

আরেকটি নির্বাচন চাই : কাদের সিদ্দিকী

Written By Unknown on শুক্রবার, ৬ মার্চ, ২০১৫ | ১০:০২ PM

আরেকটি নির্বাচন
চাই : কাদের সিদ্দিকী
ঢাকা: আরেকটি নির্বাচন
ছাড়া চলতি সমস্যার সমাধান
হবে না বলে মন্তব্য করেছেন কৃষক
শ্রমিক জনতা লীগের
সভাপতি কাদের
সিদ্দিকী বীরউত্তম। রাজধানীর
মতিঝিলে অবস্থান কর্মসূচির ৩৮তম
দিনে শুক্রবার সংহতি প্রকাশ
করতে আসা পেশাজীবীদের
সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য
করেন।
এসময় কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক ইকবাল
সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক
শফিকুল ইসলাম দেলোয়ার,
কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, যুব
আন্দোলনের আহ্বায়ক হাবিবুন
নবী সোহেল, আতিকুর রহমান
সাদেক, ছাত্র আন্দোলনের
আহ্বায়ক রিফাতুল ইসলাম দীপ, যুগ্ম
আহ্বায়ক কাওছার জামান প্রমুখ
উপস্থিত ছিলেন।
এ সময় কাদের সিদ্দিকী বলেন,
রাজনৈতিক সঙ্কট থেকেই দেশের
বর্তমান পরিস্থিতি। ৫
জানুয়ারি ভোটারবিহীন
নির্বাচনের মাধ্যমে এই
সমস্যা সৃষ্টি হয়েছে।
আরেকটি নির্বাচন না হলে এই
সমস্যার সমাধান হবে না।
তিনি বলেন, দেশের বর্তমান
সমস্যা রাজনৈতিক। সমাধানও
করতে হলে রাজনৈতিক ভাবে।
একে শক্তি দিয়ে মোকাবেলা করা যাবে না।
খালেদা জিয়ার
সমালোচনা করে কাদের
সিদ্দিকী বলেন, দুই মাসের
টানা অবরোধে দেশের মানুষের
নাভিশ্বাস উঠেছে। নিরীহ
মানুষের প্রাণ যাচ্ছে প্রতিনিয়ত।
সেজন্য অবিবেচক জনবিচ্ছিন্ন
সরকারের সঙ্গে জেদ
করে এভাবে হরতাল-অবরোধ
চালিয়ে যাওয়া কোনভাবেই
সমর্থনযোগ্য নয়।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন