আপনার যে ৫টি "ভুল"
সঙ্গীকে ঠেলে দিতে পারে পরকীয়ার
দিকে!
কিছুদিন ধরেই মনে হচ্ছে আপনার
সঙ্গীটি সম্পর্ক থেকে কেমন যেন
দূরে সরে গিয়েছে।
মাঝে মাঝে ফোনে কার
সাথে যেন কথা বলে, আবার
ডায়াল লিস্ট থেকে নামটাও
মুছে দেয়। আপনার প্রতি আগের
সেই টান নেই তার। খুব
বেশি বাইরে বাইরে থাকছে,
প্রায়ই
হয়তো বাইরে থেকে খেয়ে আসছে।
তবে কি তার সাথে অন্য কেউ
ছিলো? সে কি পরকীয়া করছে?
কিন্তু কেন?
অনেক সময় আপনার সঙ্গীর পরকীয়ার জন্য
দায়ী হতে পারেন আপনি নিজেই।
না জেনেই নিজের সম্পর্কের সর্বনাশ
ডেকে আনে অনেকে। নিজের কিছু
স্বভাবের কারণে ধীরে ধীরে সঙ্গীর
থেকে মন উঠে যায়।
ফলে ভালোবাসার
মানুষটি জড়িয়ে পড়ে অনৈতিক
সম্পর্কে। আসুন জেনে নেয়া যাক
৫টি স্বভাব সম্পর্কে যেগুলো আপনার
সঙ্গীকে ঠেলে দিতে পারে পরকীয়ার
দিকে।
শারিরীক মিলনে অনীহা
বৈবাহিক সম্পর্কের সুখ
শান্তি অনেকাংশেই নির্ভর
করে যৌন জীবনের সুখ শান্তির ওপরে।
স্বামী/স্ত্রীর শারীরিক
মিলনে আগ্রহ কম
থাকলে কিংবা আগ্রহ
হারিয়ে ফেললে সঙ্গী পরকীয়ায়
জড়িয়ে পড়ে অনেক সময়। এছাড়াও
শারীরিক মিলনে অক্ষমতার কারনেও
অনেক সময় সঙ্গী পরকীয়ায়
জড়িয়ে পড়ে।
সঙ্গীর
প্রতি ভালোবাসা না দেখানো
অনেকেই ভাবেন বিয়ে করলে আবার
ভালোবাসা দেখানোর কি আছে?
ভালোবাসা দেখায় তো প্রেমিক
প্রেমিকারা। কিন্তু যারা মনে এ
ধারণা পোষণ করেন তাদের সঙ্গীর
পরকীয়ায় জড়িয়ে যাওয়ার
সম্ভাবনা আছে। কারণ বিয়ের পরেও
সারাজীবনই সঙ্গীর
প্রতি ভালোবাসা দেখানো উচিত।
প্রতিদিনই মুখে বলা উচিত আপনার
সঙ্গীকে আপনি কতটুকু ভালোবাসেন।
এছাড়াও ছোট খাটো উপহার
দিয়ে মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ
করুন। এতে সম্পর্কের উষ্ণতা বজায়
থাকবে।
সঙ্গীর কাছে নিজেকে আকর্ষনীয়
দেখনোর চেষ্টা না করা
প্রেম করার সময় কিংবা বিয়ের পর
প্রথম প্রথম সঙ্গীর
কাছে নিজেকে আকর্ষনীয়
দেখানোর চেষ্টা তো সবাই করে।
কিন্তু ধীরে ধীরে এই আগ্রহ অনেকটাই
কমে যায় অনেকের। সময়ের
সাথে সাথে সঙ্গীর
সামনে নিজেকে গুছিয়ে রাখার
চেষ্টা একেবারেই কমিয়ে দেয় কেউ
কেউ। ফলে সঙ্গীর
প্রতি কোনো আকর্ষনবোধ
থাকে না এবং অনেকে পরকীয়ায়
জড়িয়ে পড়ে নতুন আকর্ষনের খোজে।
তাই সঙ্গীর
কাছে নিজেকে চিরকালই সুন্দর ও
আকর্ষণীয় রাখার চেষ্টা করুন। নিজের
ওজন নিয়ন্ত্রণ করুন এবং ত্বকের যত্ন নিন
সবসময়। এছাড়াও সুন্দর পোশাক পরুন
এবং সুগন্ধি ব্যবহার করুন সবসময়।
নতুনত্ব না থাকা
প্রতিদিন একই রুটিনে ঘুম থেকে ওঠা,
খাওয়া, কর্মস্থলে যাওয়া এবং আবার
ঘুমিয়ে পড়ার কারণে অনেকের
কাছেই জীবনকে একঘেয়ে মনে হয়।
জীবনের এক ঘেয়েমীর কারণে অনেক
সময় সঙ্গী পরকীয়ায়
জড়িয়ে পড়ে নতুনত্বের স্বাদ খোঁজার
জন্য। বিবাহিত
জীবনটা যাতে একঘেয়ে না হয়
সেদিকে লক্ষ্য রাখুন। দুজন মিলে গল্প
করুন, বেড়াতে যান, নতুন কিছু শিখুন
কিংবা বন্ধুদের দিয়ে আড্ডা দিন
নিয়মিত। কোনো ভাবেই নিজেদের
জীবনটাতে ‘একঘেয়েমি’ প্রবেশ
করতে দিবেন না।
অতিরিক্ত সন্দেহ করা
অনেকেই নিজের সঙ্গীকে অতিরিক্ত
সন্দেহ করে। সম্পর্কের শুরু থেকেই
অতিরিক্ত সন্দেহ করে সঙ্গীর
মনটা বিষিয়ে তোলে অনেকেই। এই
অভ্যাস থাকলে তা ত্যাগ করার
চেষ্টা করা জরুরী। কারণ
এক্ষেত্রে অনেক সময় জেদের
বশে নিজেকে পরকীয়ায়
জড়িয়ে ফেলে সঙ্গী।
Home »
আপনার যে ৫টি "ভুল"
সঙ্গীকে ঠেলে দিতে পারে পরকীয়ার
» আপনার যে ৫টি "ভুল"
সঙ্গীকে ঠেলে দিতে পারে পরকীয়ার
দিকে!
আপনার যে ৫টি "ভুল" সঙ্গীকে ঠেলে দিতে পারে পরকীয়ার দিকে!
Written By Unknown on রবিবার, ৮ মার্চ, ২০১৫ | ৮:২৭ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন