বিএনপি ভুল বুঝতে
পেরেছে
স্টাফ করেসপন্ডেন্ট,
বাংলামেইল২৪ডটকম
ঢাকা: গত ৫ জানুয়ারি জাতীয়
নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি
ভুল করেছে। এখন তারা ভুল বুঝতে
পেরে সিটি করপোরেশন নির্বাচনে
অংশ নিচ্ছে।
এমন মন্তব্য করেছেন প্রবীন আইনজীবী
ব্যারিস্টার রফিক উল হক। বিএনপির
নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন
আহমেদের গুলশানস্থ বাসায়
পরিবারের লোকজনকে সমবেদনা
জানাতে এসে শনিবার বিকেল
পৌনে ৪টার দিকে সাংবাদিকদের
তিনি এ কথা বলেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন
নিয়ে তার ব্যক্তিগত অভিমত জানতে
চাইলে তিনি বলেন, ‘গত ৫ জানুয়ারির
জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না
করে বিএনপি ভুল করেছিল, কিন্তু এবার
আর সে ভুলটি করছে না, তারা ভুল
বুঝতে পেরেছে।’
সালাহ উদ্দিন আহমেদের ব্যাপারে
জানতে চাইলে ব্যারিস্টার রফিক উল
হক বলেন, ‘আমার মনে হয় সালাহ উদ্দিন
আহমেদকে একটি জায়গায় রাখা
হয়েছে এবং তিনি বেঁচে আছেন,
আমাদের মাঝে আবার ফিরে আসবেন।
কিন্তু আবার ভয়ও হয়, যখন বিএনপির
সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর
কথা মনে পড়ে।’
এ ব্যাপারে আইনি সহায়তা করার
আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সালাহ
উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে তার
পরিবার দালতে যে রিট করেছে সে
রিটে সমস্ত সহায়তা করবো আমি।
সালাউদ্দিন আহমেদ একজন ব্যারিস্টার
ও আইনজীবী ছিলেন। তার নিখোঁজ
হওয়ার ঘটনা ল’ইয়ারদের জন্য লজ্জাজনক।’
ব্যারিস্টার রফিক বলেন, ‘সালাহ
উদ্দিন আহমেদের পরিবারের বক্তব্য
শুনে শতভাগ নিশ্চিত হওয়া যায়,
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই সালাহ
উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে।’
সরকারের সমালোচনা করে তিনি
বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদের মতো
একজন রাজনীতিবিদ যদি গুম হয়ে যায়,
তাহলে এ দেশে যে কোনো যে
কোনো ব্যক্তিই গুম হয়ে যেতে পারে।
এটা বাংলাদেশে কোনো ব্যাপারই
না।’ তবে আইজিপি শহীদুল হকের
আশ্বাসে ভরসা করছেন ব্যারিস্টার
রফিকুল হক। তিনি মনে করেন, সরকার
সালাহ উদ্দিন আহমেদকে খোঁজার
চেষ্টা করছে।
Home »
» বিএনপি
ভুল করেছে। এখন তারা ভুল বুঝতে
পেরে সিটি করপোরেশন নির্বাচনে
অংশ নিচ্ছে।
বিএনপি ভুল করেছে। এখন তারা ভুল বুঝতে পেরে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে।
Written By Unknown on রবিবার, ২৯ মার্চ, ২০১৫ | ৪:৫৫ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন