Home » » ভবিষ্যতে গুরু দায়িত্ব দেবেন বলে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : এরশাদ

ভবিষ্যতে গুরু দায়িত্ব দেবেন বলে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : এরশাদ

Written By Unknown on বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০১৫ | ৪:২৩ AM

ভবিষ্যতে গুরু দায়িত্ব দেবেন
বলে আল্লাহ বাঁচিয়ে
রেখেছেন : এরশাদ
অন্যান্য সংবাদ
ভবিষ্যতে গুরু দায়িত্ব দেবেন
বলে আল্লাহ বাঁচিয়ে
রেখেছেন : এরশাদ
নির্বাচন কমিশন কার্যালয়
থেকে কাউন্সিলর প্রার্থী
আটক
সহনশীলতা ও সংলাপ
গণতান্ত্রিক সমাজের
অপরিহার্য উপাদান : ইইউ
নিরাপত্তা পেলে আদালতে
যাবেন খালেদা জিয়া
গরু অনুপ্রবেশ থামাও,
বাংলাদেশীরা যেন গরু
খেতে না পারে : ভারতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী
চাইলে অফিসে বসেন, বাধা
দেয়া হবে না: বিএনপিকে
কামরুল
'লেভেল প্লেয়িং ফিল্ড'
তৈরিতে সাঁড়াশি অভিযান
চান হাছান মাহমুদ
সরকারী পদ ব্যবহার করে সিটি
নির্বাচনকে প্রভাবিত করা
হচ্ছে
প্রার্থীদের হলফনামা কতটা
বিশ্বাসযোগ্য : প্রশ্ন
বিবিসির
অবস্থান কর্মসূচি সারা দেশে
ছড়িয়ে দেয়ার ঘোষণা
কাদের সিদ্দিকীর
সম্পাদকঃ আলমগীর মহিউদ্দিন,
প্রকাশকঃ শামসুল হুদা
১৬৭/২-ই, ইনার সার্কুলার রোড,
ইডেন কমপ্লেক্স, মতিঝিল,
ঢাকা-১০০০।
ফোন: ৭১৯১০১৭-৯, ৭১৯৩৩৮৩-৪
Copyright 2015. All rights reserved.
ভবিষ্যতে গুরু দায়িত্ব দেবেন
বলে আল্লাহ বাঁচিয়ে
রেখেছেন : এরশাদ
নয়া দিগন্ত অনলাইন
০২ এপ্রিল ২০১৫,বৃহস্পতিবার,
১৬:৪২
জাতীয় পার্টির চেয়ারম্যান ও
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন
মুহম্মদ এরশাদ বলেছেন, ভবিষ্যতে
গুরু দায়িত্ব দেবেন বলে আল্লাহ
আমাকে বাঁচিয়ে রেখেছেন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় যুব
সংহতির ৩২তম
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক
আলোচনা সভায় তিনি এ কথা
বলেন। রাজধানীর বনানীতে
জাতীয় পার্টির চেয়ারম্যানের
রাজনৈতিক কার্যালয়ে এ
আলোচনা সভার আয়োজন করা হয়।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সেদিন
বিমান দুর্ঘটনায় আমি মরে
যেতে পারতাম। কিন্তু আল্লাহ
আমাকে বাঁচিয়ে রেখেছেন।
ভবিষ্যতে গুরু দায়িত্ব দেবেন
বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে
রেখেছেন। তিনি বলেন, দেশের
অস্থিতিশীল পরিস্থিতি খুব
শীঘ্রই শেষ হয়ে যাবে। দেশে
শান্তিও আসবে। সেখানে
জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
তিনি আরো বলেন, দেশের
মানুষের সুখ-শান্তির চেয়ে
ক্ষমতা বড় হতে পারে না।
জাতীয় পার্টি প্রতিহিংসার
শিকার না হলে আমরা আরো
আগেই ক্ষমতায় যেতে পারতাম।
এবার একটি সুযোগ এসেছে।
সুযোগ কাজে লাগাতে হবে।
এর পর কেক কেটে যুব সংহতির
৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ
উদ্বোধন করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সিঙ্গাপুর
থেকে চিকিৎসা শেষে দেশে
ফিরছিলেন এরশাদ। বাংলাদেশ
বিমানের এয়ারবাস ৩১০ ফ্লাইট
নং বিজি ০৮৫ সিঙ্গাপুরের
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
স্থানীয় সময় বিকেল ৪টায় উড্ডয়ন
করে। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে
এয়ারবাসটি হযরত শাহজালাল
(রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণের সময় নির্ধারিত ছিল।
কিন্তু বাংলাদেশের
আকাশসীমায় প্রবেশের পর
চট্টগ্রামের শাহ আমানত (রহ.)
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
৭০ নটিক্যাল মাইল দূরে
যান্ত্রিক ত্রুটির কারণে
বিমানটির দ্বিতীয় ইঞ্জিনে
আগুন ধরে যায়। এসময় যাত্রীরা
সবাই আতঙ্কে চিৎকার করতে
থাকেন। এরপর পাইলট বিমান
থেকে প্রায় সব জ্বালানি তেল
সাগরে ফেলে আড়াই ঘণ্টা
আকাশে চক্কর দেন। অবশেষে
রাত পৌনে ৯টায় এয়ারবাসটি
শাহজালাল বিমানবন্দরে অবতরণ
করে। এরশাদের সাথে তার
সফরসঙ্গী হিসেবে বিমানটিতে
ছিলেন জাতীয় পার্টির
মহাসচিব জিয়াউদ্দিন বাবলু ও
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম
মাহমুদ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন