Home » » জামায়াত নিষিদ্ধে শিগগিরই মন্ত্রিসভায় বিল' ডেস্ক রিপোর্

জামায়াত নিষিদ্ধে শিগগিরই মন্ত্রিসভায় বিল' ডেস্ক রিপোর্

Written By Unknown on শনিবার, ৪ এপ্রিল, ২০১৫ | ৯:০৯ PM

'জামায়াত নিষিদ্ধে
শিগগিরই মন্ত্রিসভায় বিল'
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ
করতে খুব শিগগিরই মন্ত্রিসভায়
বিল উঠছে বলে জানিয়েছেন
আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রিসভায় পাস হওয়ার পরই এ
ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে
বলেও জানান তিনি।
শনিবার দুপুরে রাজধানীর একটি
হোটেলে 'দি রাইজ অব
ইন্টারন্যাশনাল আরবিট্রেশন ইন
এশিয়া' শীর্ষক এক সেমিনার শেষে
সাংবাদিকদের এ কথা বলেন
আইনমন্ত্রী।
এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী
জানান, বিলটি এখন কেবিনেট
ডিভিশনে দেওয়া আছে। আপনারা
খুব শিগগিরই মন্ত্রিপরিষদের সভায়
উপস্থাপন করা হবে এবং এটার
অনুমোদন চাওয়া হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন