ছাত্রলীগকে সত্য ও ন্যায়ের
সৈনিক বলে সার্টিফিকেট
দিলেন সাঈদ খোকন
'ছাত্রলীগ কোন রাজনৈতিক সংগঠন,
এমনকি আওয়ামী লীগেরও কোন
সহযোগী সংগঠন নয় '
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
ছাত্রলীগকে সত্য ও ন্যায়ের সৈনিক
হিসেবে দাবি করেছেন আসন্ন ঢাকা
সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা
দক্ষিণে ক্ষমতাসীন আওয়ামী লীগ
সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।
ছাত্রলীগ কোন রাজনৈতিক সংগঠন,
এমনকি আওয়ামী লীগেরও কোন
সহহযোগী সংগঠন নয় বলেও দাবি করেন
তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
মিলনায়তনে বুধবার ছাত্রলীগ
নেতাদের সঙ্গে এক মতবিনিময় শেষে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই
দাবি করেন আসন্ন সিটি করপোরেশন
নির্বাচনে ঢাকা দক্ষিণের এ মেয়র
প্রার্থী।
ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায়
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে
কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের
জবাবে সাঈদ খোকন দাবি করেন
‘ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো
সহযোগী সংগঠন নয়, এটা একটা
ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন, কোনো
রাজনৈতিক সংগঠন নয়।’
ছাত্রলীগকে সত্য, ন্যায়ের সৈনিক
হিসেবে উল্লেখ করে সাঈদ খোকন
বলেন, ‘এই সৈনিকদের এখন আসন্ন নতুন
যুদ্ধে জয়ী হতে হবে। স্বাধীনতা
আন্দোলন, ভাষা আন্দোলনসহ সব
আন্দোলনে ছাত্রলীগ- আওয়ামী
লীগের বিশাল ভূমিকা ছিল।
মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে এ
যুদ্ধে নিজেদের জয়ী করতে হবে।’
ছাত্রলীগের প্রত্যেকটি কর্মীকে নতুন
শপথে বলিয়ান হয়ে ঘরে ঘরে
নির্বাচনী প্রতীক ইলিশ মাছ মার্কা
পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি
সুন্দর, পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাসে
পরিণত করার ঘোষণা দেন তিনি।
মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি
আনিসুজ্জামানের সভাপতিত্বে এবং
সাধারণ সম্পাদক আজিজুল হক রানার
সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত
ছিলেন ডাকসুর সাবেক ভিপি
আক্তারুজ্জামান, সাবেক খাদ্যমন্ত্রী
এবং দক্ষিণ সিটি করপোরেশন
নির্বাচনের সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক,
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির
সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ,
সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল
আলম, ছাত্রলীগের ঢাকা
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি
মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর
শরীফসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের
নেতাকর্মীরা।
Home »
» ছাত্রলীগকে সত্য ও ন্যায়ের
সৈনিক বলে সার্টিফিকেট
দিলেন সাঈদ খোকন
'ছাত্রলীগ কোন রাজনৈতিক সংগঠন,
এমনকি আওয়ামী লীগেরও কোন
সহযোগী সংগঠন নয় '
ছাত্রলীগকে সত্য ও ন্যায়ের সৈনিক বলে সার্টিফিকেট দিলেন সাঈদ খোকন 'ছাত্রলীগ কোন রাজনৈতিক সংগঠন, এমনকি আওয়ামী লীগেরও কোন সহযোগী সংগঠন নয় '
Written By Unknown on বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫ | ২:২১ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন