এ ধরনের হামলার পরণতি হবে
খুবই ভয়াবহ: খালেদা
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ পরের সংবাদ»
নির্বাচনী প্রচারণা চালাতে
গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের
নেতাকর্মীদের হামলার শিকার হয়ে
ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত
করেছেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া। ঢাকা উত্তর সিটি
করপোরেশন নির্বাচনে বিএনপি
সমর্থিত প্রার্থী তাবিথ
আউয়ালের বাস প্রতীকে ভোট
চাইতে গিয়ে রাজধানীর কারওয়ান
বাজারে হামলার শিকার হন তিনি।
হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়
খালেদা জিয়া বলেন, ‘এ ধরনের
হামলার পরণতি হবে খুবই ভয়াবহ।
কারা এগুলো করছে আমরা জানি।
তাদের গুণ্ডামি দেখে নেয়া
হবে।’ তিনি বলেন, ‘যারা এ দেশের
মানুষের ভোটের ও ভাতের অধিকার
কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে
আমাদের আন্দোলন চলবে। অবৈধ এ
সরকার রাস্তাঘাট থেকে শুরু করে
সব জায়গায় চুরি করছে। এ চোরদের
জনগণ ভোট দেবে না।’হামলায় বিএনপি
চেয়ারপারসনের গাড়ির (ঢাকা
মেট্রো-গ-১৩২৬১২) গ্লাস ভেঙ্গে
গেছে। এছাড়া তার নিরাপত্তা
টিম-সিএসএফের চারটি গাড়িসহ
অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলায় এক সিএসএফ সদস্য ও চার
সাংবাদিকসহ অন্তত ১১জন আহত হন।
Home »
এ ধরনের হামলার পরণতি হবে
খুবই ভয়াবহ: খালেদা
» এ ধরনের হামলার পরণতি হবে
খুবই ভয়াবহ: খালেদা
এ ধরনের হামলার পরণতি হবে খুবই ভয়াবহ: খালেদা
Written By Unknown on সোমবার, ২০ এপ্রিল, ২০১৫ | ৮:২৬ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন