Home » » সুন্দরগঞ্জে স্বামীর নির্যাতনে মৃত পুত্র প্রসব : হাসপাতালে

সুন্দরগঞ্জে স্বামীর নির্যাতনে মৃত পুত্র প্রসব : হাসপাতালে

Written By Unknown on শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫ | ৪:১৭ AM

সুন্দরগঞ্জে স্বামীর
নির্যাতনে মৃত পুত্র প্রসব :
হাসপাতালে চিকিৎসাধীন
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
« আগের সংবাদ পরের সংবাদ»
সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের
বাছহাটী গ্রামের মমতাজ উদ্দিনের
পুত্র শহিদুল ইসলামের সঙ্গে সুন্দরগঞ্জ
পৌর ২নং ওয়ার্ড বামনজল গ্রামের সুজা
মিয়ার কন্যা শান্তনার সঙ্গে শহিদুর
ইসলামের বিবাহ হয়। বিবাহের প্রায়
১৫ বছর পর শান্তনা গর্ভবতী হলে স্বামী
শহিদুল ইসলাম পেটের সন্তানকে নষ্ট
করার জন্য শান্তনাকে বার বার তাগিদ
দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত
বৃহস্পতিবার স্বামীর-স্ত্রীর কথা
কাটাকাটির এক পর্যায়ে গর্ভবতীকে
বেধরক মারপিট করে। মারপিটের ফলে
অসুস্থ হলে শান্তনার ননোন মোর্শেদা
শান্তনাকে তড়িৎ গতিতে সুন্দরগঞ্জ
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে
দিয়ে উধাও হয়। এরপর সুজা মিয়া খবর
পেয়ে হাসপাতালে যোগাযোগ করে
মেয়ের চিকিৎসা করা কালিন গত ১২
এপ্রিল উত্তরবঙ্গ ডায়াগনোষ্টিক
সেন্টার এক্স-রে করার পর ঐ দিনে
রোববার শান্তনার ৫ মাসের মৃত পুত্র
সন্তান প্রসব হয়। বর্তমানে শান্তনা
সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎধীন রয়ে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন