সু চি’র কাছে পরাজয় মেনে
নিয়েছে মিয়ানমারের
ক্ষমতাসীন দল
Written by তাজাখবর.কম
Monday, 09 November 2015 12:20
মিয়ানমারের ঐত্রিহাসিক
নির্বাচনের আনুষ্ঠানিক ফল এখনও
ঘোষণা না হলেও পরাজয় মেনে
নিয়েছে দেশটির ক্ষমতাসিন দল।
ইউনিয়ন সলিডারিটি এন্ড
ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এর
ভারপ্রাপ্ত চেয়ারমেন হতে উ বার্তা
সংস্থা রয়টার্সকে দেয়া এক
সাক্ষাতকারে বলেন, আমরা হেরে
গেছি। ২৫ বছরের মধ্যে দেশটিতে প্রথম
জাতীয় নির্বাচনের ফল তিনি মেনে
নেবেন বলে মন্তব্য করেন। এখনও ভোট
গ্রহণ চলছে। আর আনুষ্ঠানিকভাবে কোন
ফল ঘোষণা হয় নি। তবে দেশের
বিভিন্ন স্থান থেকে আসা প্রাথমিক
রিপোর্ট থেকে ইঙ্গিত মিলছিল যে,
অং সাং সু চির ন্যাশনাল লিগ ফর
ডেমোক্রেসি (এনএলডি) ভুমিধস বিজয়
অর্জনের পথে।
মিয়ানমারের বর্তমান প্রেসিডেন্ট
থেইন সেইনের ঘনিষ্ঠ সহযোগী হতে উ
বলেন, মিয়ানমারের বর্তমান
প্রেসিডেন্ট থেইন সেইনের ঘনিষ্ঠ
সহযোগী হতে উ বলেন, আমরা কেন
হেরেছি সে কারণ খুজে বের করতে
হবে। তবে আমরা কোন আপত্তি ছাড়াই
নির্বাচনের ফল মেনে নিচ্ছি। তিনি
এও বলেন, আমরা এখনও নিশ্চিতভাবে
চুড়ান্ত ফল জানি না।
এদিকে ভোটের পর আজ দেয়া প্রথম
বক্তব্যে সু চি জয়ের প্রতি ইঙ্গিত দিয়ে
সমর্থকদের শান্ত থাকার পরামর্শ
দিয়েছেন।
বিরাট জনসমাগমে সু চি বলেন,
নির্বাচনের ফল খুব দ্রুত ঘোষণা হবে না।
তবে আমার মনে হয় আপনাদের
প্রত্যেকে ফল নিয়ে ধারণা করতে
পারছেন।
তিনি আরও বলেন, আমাদের যেসব
প্রার্থীরা জয়ী হবেন তাদের
অভিনন্দন জানানোর সময় এখনও
আসেনি। আমি আপনাদের সবাইকে
মনে করিয়ে দিতে চাই, যারা জয়ী
হবে না তাদেরও জয়ীদের মেনে
নিতে হবে কিন্তু যারা জয়ী হবে না
তাদের খারাপ লাগানোর জন্য
উস্কানি না দেয়াটা গুরুত্বপুর্ন।
এদিকে, দেশটির সরকার নিয়ন্ত্রিক
সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমারের
আজকের শিরোনাম ছিল, ‘নতুন যুগের
সূচনা, ঐতিহাসিক নির্বাচনে লাখো
মানুষের ভোট’।
Home »
সু চি’র কাছে পরাজয় মেনে
নিয়েছে মিয়ানমারের
ক্ষমতাসীন দল
» সু চি’র কাছে পরাজয় মেনে
নিয়েছে মিয়ানমারের
ক্ষমতাসীন দল
সু চি’র কাছে পরাজয় মেনে নিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন দল
Written By Unknown on মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০১৫ | ৬:০৮ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন