Home » » শেষবারের মত প্রিয়তমাকে বললাম ভালোবাসি

শেষবারের মত প্রিয়তমাকে বললাম ভালোবাসি

Written By Unknown on রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ | ১০:২৪ PM

শেষবারের মত
প্রিয়তমাকে বললাম
ভালোবাসি
বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে
গিয়েছিলেন। ঈগলস অব ডেথ
মেটালের গানের তালে নাচতে
নাচতে হঠাৎই শুনতে পেলেন আচমকা খুব
কাছ থেকে কেউ সশব্দে বন্দুক লোড করল।
চোখের পলকে শুরু হয়ে গেলো বৃষ্টির মত
গুলিবর্ষণ। দৌড়ে প্রিয়তমার কাছে
গিয়ে তাকে শেষবারের মত বললেন
ভালোবাসি। এভাবেই গোলাগুলি
শুরুর মূহুর্তটির বর্ণনা দিলেন প্যারিসে
বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে
যাওয়া ব্রিটিশ যুবক মাইকেল ও’কনর।
বান্ধবীকে নিয়ে ষ্টেজের সামনের
দিকেই বসেছিলেন। প্রচ- শব্দে যখন
গোলাগুলি শুরু হল, প্রথমে সেটিকে মঞ্চ
থেকেই আসছে ভেবে ভুল করেছিলেন।
হঠাৎ পেছন ফিরে দুজনকে দেখতে পান,
যারা হয়ত পেছনের দরজা দিয়ে
ঢুকেছিল, আর মূহুর্তেই কালাশনিকভ
দিয়ে গুলি ছুড়তে শুরু করল। দৌড়ে
বান্ধবীর নিয়ে একটি পায়ার
এক্সিটের দিকে ছুটলেন তিনি। একদফা
গোলাগুলি শেষ হলে অনেকেই সেখান
থেকে উঠে পালানোর চেষ্টা করে।
কিন্তু তখনই দ্বিতীয় দফা গুলি শুরু হয়।
বান্ধবীকে নিয়ে মাটিতে মরার ভান
করে শুয়ে পড়েন ও’কনর। সেই
পরিস্থিতিতে বেঁচে ফিরবেন এমন
আশা ছিল না, তাই শেষবারের মত
প্রিয়তমাকে বললেন ‘ভালোবাসি’।
সূত্র : বিবিসি
0 Comments!
 আরও খবর
চাকরিতে ৬৫
বছরে
মুক্তিযোদ্ধাদের
অবসর বহাল
ফখরুলের
জামিন আদেশ
২২ নভেম্বর
শেষবারের মত
প্রিয়তমাকে
বললাম

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন