Home » » ৯৯ টাকার বিনিময়ে কোটিপতি

৯৯ টাকার বিনিময়ে কোটিপতি

Written By Unknown on রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫ | ১০:৩৭ PM

৯৯ টাকার
বিনিময়ে
কোটিপতি
 অক্টোবর ২২, ২০১৫  Akanda
কেউ কি ৯৯ টাকায় লটারি না
কেটে লাখপতি হতে পারে?
আশ্চর্যের কথা এই যে এমনটা
হয়েছে৷ ইংল্যান্ড বাসী
ক্যারোলিন কেস্টিলো লটারি
না কেটে ৯৯ টাকা দিয়ে
লাখপতি হয়েছেন৷নতুন বাড়ির
গৃহপ্রবেশ উপলক্ষে ক্যারোলিন
একটি পার্টির আয়োজন করে
ছিল৷পার্টির জন্য সে কিছু সি-ফুড
কিনেছিল৷সি-ফুডের মধ্যে ছিল ৯৯
টাকার একটি ঝিনুকও৷
এরপর ক্যারোলিন সি-ফুড খেতে
গেলে তার মুখে কাঁকরের মত কিছু
আটকায়৷ক্যারোলিন পাথর ভেবে
সেগুলি মুখ থেকে বার করার পর যা
দেখতে পায় তাতে তাঁর চক্ষু
ছানাবড়া৷যেটা সে পাথর
ভাবছিল সেটা একটা কালো
রংয়ের দুর্লভ রত্ন৷যে রত্নের এক
একটির দাম প্রায় লাখ টাকার
কাছাকাছি৷এর মধ্যে একটি
ক্যারোলিন তাঁর বিয়ের
আংটিতে ব্যবহার করেছে৷

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন