Home » » বাবা হলেন জাকারবার্গ

বাবা হলেন জাকারবার্গ

Written By Unknown on বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫ | ৫:৫২ AM

বাবা হলেন
জাকারবার্গ
সংবাদ২৪.নেট ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও
প্রধান নির্বাহী মার্ক
জাকারবার্গ কন্যা সন্তানের
বাবা হয়েছেন। মা হয়েছেন
তার স্ত্রী প্রিসিলা চ্যান।
জাকারবার্গের কাছ থেকে
গতকাল মঙ্গলবার তার কন্যার
জন্মের আনুষ্ঠানিক ঘোষণা
এসেছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, প্রায় এক সপ্তাহ
আগে জন্ম নিয়েছে ম্যাক্স
চ্যান জুকারবার্গ। বাবা হতেই
নিজের প্রোফাইলে মেয়ের
ছবি দিয়ে খুশির খবরটি
জানান জাকারবার্গ।
মেয়েকে লেখা একটি
চিঠিও শেয়ার করেছেন
তিনি।
মার্ক জাকারবার্গ এবং তার
স্ত্রী প্রিসিলা চ্যান তাদের
জীবদ্দশায় ফেসবুকের ৯৯
শতাংশ শেয়ার দান করার
অঙ্গিকার করেছেন।
জাকারবার্গ দম্পতির একটি
কন্যা সন্তান জন্মের ঘোষণা
দেওয়ার সঙ্গে সঙ্গে
ফেসবুকে এই অঙ্গিকার করে
একটি বার্তা দেন তারা।
ফেসবুকের পোস্টে
জাকারবার্গ তার নবাগত
কন্যাসন্তান, ম্যাক্স চ্যান
জুকারবার্গের উদ্দেশ্যে
লিখিত একটি চিঠিতে এই
অঙ্গিকার করে বলেন, ভবিষ্যত
প্রজন্মের জন্য আরো ভালো
একটি পৃথিবী তৈরির জন্য
তারা এই দান করছেন।
ফেসবুকের ৯৯ শতাংশ
শেয়ারের বর্তমান বাজারমূল্য
প্রায় চার হাজার পাঁচ'শ
কোটি ডলার।
জাকারবার্গ চান, তার
মেয়ের পৃথিবীতে থাকবে
সাম্য, থাকবে সুস্থতা, শিক্ষার
পদ্ধতি হবে নিজের পছন্দের,
মানুষের সঙ্গে যোগাযোগ
বাড়বে মানুষের, দূর হবে
দারিদ্র্য, বিশ্ব জুড়ে আসবে
সমান অধিকার।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন