পেকুয়ায় সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৮ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজগেইট চৌমুহনী ষ্টেশনের ভাই ভাই মার্কেটের ২য় তলার বিডিআর জাহাঙ্গীরের অফিস থেকে পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
জানাগেছে, মো. শহিদুল্লাহ টৈটং ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি প্রথম মেয়াদে ১৯৯৮সালে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর দ্বিতীয়বার ২০০৩ সালেও ওই ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একটি জিআর মামলা রয়েছে। ওই মামলায় ওইদিন পুলিশ তাকে গ্রেফতার করে। মো.শহিদুল্লাহ পেকুয়ায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা। বর্তমান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে আসীন রয়েছেন। এছাড়া গত উপজেলা কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। গত ইউপি নির্বাচনে তিনি প্রতিদ্ব›িদ্ধতা করেন। তবে পরাজিত হয়েছেন। গত ১৯জুন টইটংয়ের বটতলি জুমপাড়া এলাকায় মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় পেকুয়া থানায় আহমদ ছবির স্ত্রী হাসিনা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-১১৯/১৫। এব্যাপারে পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া বলেন, টৈটং ইউপির সাবেক চেয়ারম্যান মো.শহিদুল্লাহ একটি মামলার এজাহার নামীয় ২নং আসামী। পুলিশ তাকে ওই দিন আদালতে প্রেরন করে।
Home »
পেকুয়ায় সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহকে গ্রেফতার
» পেকুয়ায় সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহকে গ্রেফতার
পেকুয়ায় সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহকে গ্রেফতার
Written By Unknown on রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ | ১১:২৪ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন