Home » » ৮বছর পর

৮বছর পর

Written By Unknown on সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ | ৪:৫৪ AM

৮ বছর পর ভিক্ষুকবেশে মাকে দেখেই জড়িয়ে ধরলেন ছেলে, অতঃপর যা হল..

news.zoombangla.com

Nov 25, 2017 10:13 PM

‘গত আট বছর ধরে মাকে খুঁজে বেড়িয়েছি। কোথাও পাইনি। আট বছর আগে একটি ভিক্ষুক চক্র মাকে নিয়ে গুম করে ফেলে। অনেক চেষ্টা করেও মায়ের আদর রক্ষা করতে পারিনি। আজ মাকে পেয়েছি, আগলে রাখব। আর কোনো দিন ঘরছাড়া হতে দিব না।’

শুক্রবার এভাবেই ফারুক নামে এক যুবক মাকে ফিরিয়ে পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করেন।

আলী নেওয়াজ নামে এক যুবক বলেন, শুক্রবার সকাল ঠিক ৯টা ৪০ মিনিট। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। কাকরাইল মোড়ে আসতেই রাস্তায় ভিক্ষা করতে থাকা এক মহিলাকে দেখে একজন যুবক (ফারুক- ছবিতে) কাছে গিয়ে মা বলে হাউমাউ করে কাঁদতে থাকে। আশপাশ থেকে কিছু লোক গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে, উনি আপনার কে হয়? জবাবে তিনি বলেন, ইনি আমার মা। আট বছর আগে হারিয়ে গিয়েছিল।

আলী নেওয়াজ আরো বলেন, ছেলেটি যাত্রাবাড়ীর দিকে একটা রেস্টুরেন্টে চাকরি করে। তার ডাক নাম ফারুক। তার কাছ থেকে জানা যায়, আট বছর আগে তার মাকে ভিক্ষুক চক্র নিয়ে গুম করে, পরে পাগলের মতো করে ভিক্ষার কাজে লাগায় ওই চক্র।

ফারুক বলেন, দেশে ভিক্ষুক চক্রের নৈরাজ্য দিন দিন বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে দেশে আমাদের মতো অনেক যুবকদের মা-বাবা ভাই-বোনকে ঠিক এভাবে হারাতে হবে। অতিসত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি কর্তা ব্যক্তিদের।

news.zoombangla.com

Nov 25, 2017 10:13 PM

‘গত আট বছর ধরে মাকে খুঁজে বেড়িয়েছি। কোথাও পাইনি। আট বছর আগে একটি ভিক্ষুক চক্র মাকে নিয়ে গুম করে ফেলে। অনেক চেষ্টা করেও মায়ের আদর রক্ষা করতে পারিনি। আজ মাকে পেয়েছি, আগলে রাখব। আর কোনো দিন ঘরছাড়া হতে দিব না।’

শুক্রবার এভাবেই ফারুক নামে এক যুবক মাকে ফিরিয়ে পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করেন।

আলী নেওয়াজ নামে এক যুবক বলেন, শুক্রবার সকাল ঠিক ৯টা ৪০ মিনিট। রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। কাকরাইল মোড়ে আসতেই রাস্তায় ভিক্ষা করতে থাকা এক মহিলাকে দেখে একজন যুবক (ফারুক- ছবিতে) কাছে গিয়ে মা বলে হাউমাউ করে কাঁদতে থাকে। আশপাশ থেকে কিছু লোক গিয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করে, উনি আপনার কে হয়? জবাবে তিনি বলেন, ইনি আমার মা। আট বছর আগে হারিয়ে গিয়েছিল।

আলী নেওয়াজ আরো বলেন, ছেলেটি যাত্রাবাড়ীর দিকে একটা রেস্টুরেন্টে চাকরি করে। তার ডাক নাম ফারুক। তার কাছ থেকে জানা যায়, আট বছর আগে তার মাকে ভিক্ষুক চক্র নিয়ে গুম করে, পরে পাগলের মতো করে ভিক্ষার কাজে লাগায় ওই চক্র।

ফারুক বলেন, দেশে ভিক্ষুক চক্রের নৈরাজ্য দিন দিন বেড়েই চলছে। এভাবে চলতে থাকলে দেশে আমাদের মতো অনেক যুবকদের মা-বাবা ভাই-বোনকে ঠিক এভাবে হারাতে হবে। অতিসত্বর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি কর্তা ব্যক্তিদের।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন