এ যেন ভোজবাজির মতো ঘটছে সবকিছু। হুট করে ‘নিখোঁজ’ হয়ে যাচ্ছেন অনেকেই। কিছুদিন পর তাদের কেউ কেউ আবার ফিরেও আসছেন। সাম্প্রতিক সময়ে অন্তত ছয়জন ব্যক্তি ‘নিখোঁজ’ হওয়ার কিছুদিন পর ফিরে এসেছেন। এতে আশাবাদী হয়ে উঠেছে অনেক নিখোঁজের পরিবার। এই ‘নিখোঁজ’ আর ‘ফিরে আসা’ বিষয়ক আলোচনায় নাম আসছে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস আলীরও। তার ‘ফেরত আসা’ নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছে দলটির নেতাকর্মীরা। আশায় বুক বাঁধছে ইলিয়াস আলীর পরিবার।
ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার প্রায় ছয় বছর হতে চলেছে। ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে ঢাকার বনানী এলাকার দুই নম্বর রোডের সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের সামনে চালকবিহীন অবস্থায় পাওয়া যায় ইলিয়াস আলীর ব্যক্তিগত গাড়ি। সেই থেকে এখন অবধি ‘নিখোঁজ’ ইলিয়াস ও তাঁর গাড়িচালক আনসার আলী।
সাম্প্রতিক সময়ে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ‘নিখোঁজ’ হওয়ার প্রবণতা বেড়েছে। তবে কিছুদিন আগেও ‘নিখোঁজ’ হওয়া মানুষের পরবর্তীতে আর কোনো খোঁজ মিলত না। গত কিছুদিন ধরে ‘নিখোঁজ’ হওয়া অন্তত ছয়জন পরবর্তীতে ফিরে এসেছেন। তাঁদের ফিরে আসার গল্পটাও প্রায় একই। ফিরে আসার পর তাঁরা গণমাধ্যমকে বলেছেন, তাঁদেরকে গাড়িতে করে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে আটকে রাখে। টাকা-পয়সা দাবি করে। কিছুদিন পরে আবার ছেড়ে দেয়।
‘নিখোঁজ’ হওয়ার পর ফিরে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন- বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বের হাসান সিজার, সাংবাদিক উৎপল দাস, রাজনীতিবিদ মো. রুকনুজ্জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ রায়, ব্যাংক কর্মকর্তা শামীম আহমেদ। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে কল্যাণপার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানকে ‘উদ্ধার’ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি গত ২৭ আগস্ট থেকে ‘নিখোঁজ’ ছিলেন।
‘নিখোঁজ’ ব্যক্তিদের এই ‘ফিরে আসা’র আলোচনায় আসছে বিএনপি নেতা ইলিয়াস আলীর নাম। তাঁর দলের নেতাকর্মীরা ‘নতুন আশায়’ বুক বাঁধছেন। তাঁরা বলছেন, ‘নিখোঁজ’ ব্যক্তিরা যেভাবে ফিরছেন, তাতে করে ইলিয়াসও ‘ফিরতে পারেন’ এমন আশার সঞ্চার হচ্ছে।
ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা ইলিয়াস আলীকে ফিরে পাবো। নিখোঁজ হওয়া ব্যক্তিদের কেউ কেউ যখন ফিরে আসেন, তখন আমাদের মনে নতুন করে ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা জাগে। তাঁর ফিরে আসার আশা এখনও ছাড়েনি কেউ।’
তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলী যেখানেই থাকেন, আমরা মনে করি তিনি সরকারের জিম্মায় আছেন।’
ইলিয়াসের ‘ফিরে আসা’র বিষয়ে আশাবাদী সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনও। তিনি বলেন, ‘সরকার তাঁকে কোথাও রেখেছে। আমরা তাঁর ফিরে আসার ব্যাপারে সবসময়ই আশাবাদী।’
ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে তাঁর দল বিএনপিও। শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নিখোঁজরা ফিরতে শুরু করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কি আমরা ইলিয়াস আলীসহ গুম হওয়া কমপক্ষে ৭৫০ জন বিএনপি নেতাকর্মীকে ফিরে পেতে অপেক্ষা করবো?’
এই বিভাগের পাঠকপ্রিয় 0 Comments Sort by
Facebook Comments Plugin Newest
Also post on Facebook Log In
Home »
ফিরবেন এবার ইলিয়াস আলী?
ইলিয়াস আলী
» ফিরবেন এবার ইলিয়াস আলী?
ইলিয়াস আলী
ফিরবেন এবার ইলিয়াস আলী? ইলিয়াস আলী
Written By Unknown on মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ | ১১:২১ PM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন