Home » » ভারতে তিন তালাক বিল পাস করলো লোকসভা

ভারতে তিন তালাক বিল পাস করলো লোকসভা

Written By Unknown on শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ | ৬:১৪ AM


মুসলিম নাগরিকদের তিন তালাক বলে স্ত্রীকে ছেড়ে দেওয়ার আইনটি বাতিলের প্রস্তাব পাস করেছে ভারতের লোকসভা। গতকাল বৃহস্পতিবার লোকসভায় পাস হয় বিলটি।
এই বিলটি এরপর যাবে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। এরপর আইনটি সংশোধন হলে স্ত্রীকে তিন তালাক বলে ছেড়ে দেওয়াটা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে ভারতে। সূত্র এনডিটিভি। ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি মুখে তিন বার তালাক উচ্চারণ করেই তার স্ত্রীকে ছেড়ে দিতে পারেন। তবে অনেক মুসলিম দেশেই এভাবে বিধান আইনিভাবে কার্যকর নয়।
আরো পড়ুন: তিন তালাক প্রথা অবৈধ
ভারতে মুসলিম নারী আইনে এই বিধানটি থেকে যাওয়ায় সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে এভাবে বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করে। তারই প্রেক্ষিতে আইন সংশোধনের উদ্যোগের প্রথম পর্যায়ে লোকসভায় বিলটি তোলার দিনই কণ্ঠভোটে এটি পাস হল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিজেপি সরকারের আনা বিলে বিরোধী বিভিন্ন দলের সদস্যরা সংশোধনী প্রস্তাব দিলে তাও নাকচ হয়ে যায় কণ্ঠভোটে। পার্লামেন্টে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিল পাসে কোনো জটিলতায় পড়তে হয়নি তাদের।
আরো পড়ুন:
তিন তালাক : দেশের আইন কী বলে?
বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার স্ত্রীকে মুখে, লিখে কিংবা কোনো ইলেকট্রনিক মাধ্যমে তিন তালাক বলা হবে অবৈধ। এধরণের অপরাধের সাজা হবে তিন বছরের কারাদণ্ড এবং জরিমানা। বিলটি পাসের আগে আলোচনায় আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, আমরা শরিয়ায় কোনো হস্তক্ষেপ করছি না। এই আইনটি নারীদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য করা হচ্ছে। এক্ষেত্রে ধর্ম কিংবা প্রথা বিবেচনা করা হয়নি। হোম / অনলাইন / বিদেশ
/ ভারতে তিন তালাক বিল পাস করলো লোকসভা
কালের কণ্ঠ অনলাইন
২৯ ডিসেম্বর, ২০১৭ ১২:৩০
শেয়ার
মন্তব্য()

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন