Home » » সেক্স ডলে সর্বনাশ!

সেক্স ডলে সর্বনাশ!

Written By Unknown on বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮ | ৮:৫৪ AM


lastnewsbd.com

Jan 1, 2018 12:36 PM

লাস্টনিউজবিডি, ০১ জানুয়ারি, ডেস্ক:  বর্তমান এই যুগে জীবনের সব ক্ষেত্রে প্রযুক্তির ছড়াছড়ি। আরাম-আয়েশ একটু বাড়িয়ে নিতে নিত্যনতুন উদ্ভাবনের যেন শেষ নেই। তবে বিজ্ঞজনরা বলেন, সব বাড়াবাড়িরই একটা ভালো-মন্দ আছে। এ কথা মানলে মন্দের প্রভাব থেকে প্রযুক্তিই বা বাদ যাবে কেন।

সম্প্রতি প্রযুক্তির তালিকায় যুক্ত হওয়া সেক্স ডল বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলেছে। এর উদ্ভাবকরা বলছেন, মানব শয্যাসঙ্গিনীর সব চাহিদাই মেটাতে পারবে এই পুতুল। এমনকি আপনার অনুভূতি বুঝে নিয়ে সেগুলোও বিপরীত অনুভূতি প্রকাশ করতে পারবে। এ সবকিছুই সম্ভব হবে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে।

এই কৃত্রিম বুদ্ধিমত্তাই একসময় নাকি সর্বনাশের কারণ হবে বলে জানিয়েছেন গবেষকরা। এমনকি ঘরের বাসিন্দা রোবটগুলো আনন্দ দেওয়ার পরিবর্তে মানুষকে হত্যাও করতে পারে।

এ বিষয়ে নিজের মতামতের কথা তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার ডিয়াকিন বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নিক প্যাটারসন। তিনি বলেন, ভবিষ্যতে সেক্স রোবটের নিয়ন্ত্রণ নেওয়া হ্যাকারদের কাছে অনেক সহজ হয়ে পড়েবে। আর একবার তা সম্ভব হলে দূর থেকেই মোবাইল বা কম্পিউটার দিয়ে চালনা করা যাবে রোবটগুলো। এতে সেগুলো দিয়ে সংঘটিত করা যাবে যেকোনো অপরাধ।

পিটারসন বলেন, কোনো কোনো সেক্স রোবটের ওজন ২০০ পাউন্ড পর্যন্ত এবং খুব শক্তিশালী হয়। ফলে একজন শক্তিশালী মানুষের মতো যেকোনো অপরাধ করতে পারবে সেগুলো। অপরাধের তালিকা থেকে বাদ পড়ছে না ডাকাতি ও খুনখারাবিও। প্রয়োজন হবে হ্যাক করে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। আর সেটা করাও বেশি কঠিন হবে না। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনার জন্য সেগুলোকে সব সময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হবে।

তাই ভিন্ন মাত্রার আনন্দের কথা চিন্তা করে সেক্স রোবট ঘরে আনার আগে একটু সাবধান।

লাস্টনিউজবিডি/এমবি

আহসান সরকার, ইবি প্রতিনিধি, লাস্টনিউজবিডি, ১ জানুয়ারি: “কথা দিলাম ভবিষ্যৎ গড়ে দিব” স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ্ জেলার শৈলকূপা থানায় প্রতিষ্ঠিত হয়েছে “আব্দুল আজিজ আইডিয়াল স্কুল”। কোমলমতি শিশুদের নীতি-নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় পরিপূর্ণরূপে গড়ে তোলার নিমিত্তে প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। রবিবার দুপুর তিনটায় স্কুলের নিজস্ব ভবনে এর উদ্বোধন করা হয়।

রোববার (৩১ ডিসেম্বর) শৈলকূপা থানার কবিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে এক মনরম পরিবেশে প্রতিষ্ঠিানটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। স্কুলটি তার নিজস্ব ভবনে কিছু দক্ষ শিক্ষকের দ্বারা পরিচালিত। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিতে ছাত্র-ছাত্রী ভর্তি করানো যাবে।

স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা থানা শিক্ষা অফিসার রেজাউল করিম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, শৈলকূপা থানা সহকারী শিক্ষা অফিসার জিল্লুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি গোলাম রসূল পান্না। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন “আব্দুল আজিজ আইডিয়াল স্কুল” এর পরিচালক শাহ্রিয়ার পারভেজ সোহাগ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, শৈলকূপা থানার প্রবীণ শিক্ষক বাবু জগন্নাথ, শৈলকূপা থানা প্রেস ক্লাবের সভাপতি এবিএম হাসান মূসা।

প্রধান আলোচকের বক্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা বলেন, “এই প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি গুলোন কার্যকরী। তাই কথায় না দিয়ে কাজে বাস্তবায়ন করবেন। অবিভাবকদেরও অনেক দায়িত্ব রয়েছে তাদের সন্তান ও এই প্রতিষ্ঠানের উপর।”

প্রধান অথিতির বক্তব্যে শৈলকূপা থানা শিক্ষা অফিসার রেজাউল করিম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় এই এলাকার মানুষের জন্য একটি আর্শিবাদ। বিশ্ববিদ্যালয় থাকার কারনে এই এলাকার মানুষ উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছেন। সকল সমস্যার সমাধান শিক্ষা। দেশ ও জাতি গঠনে সকলকে মান সম্পন্ন শিক্ষা গ্রহণ করতে হবে।”

লাস্টনিউজবিডি/এসএম

পুরো আর্টিকেল দেখতে ক্লিক করুন

কপিরাইট সুরক্ষার জন্য, শুধুমাত্র প্রবন্ধের একটি বিমূর্ত উপলব্ধ আছে

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন