ইচ্ছেমতো বলবো কথা ,
ইচ্ছেমতো শুনবো ,
ইচ্ছে আমার স্বাধীনতা -
সত্যমনে জানবো ।
আমার স্বাধীনতা
বলার স্বাধীনতা ,
আমার স্বাধীনতা
শোনার স্বাধীনতা ।
ইচ্ছেমতো বলবো কথা ,
ইচ্ছেমতো পড়বো ,
ইচ্ছে আমার জাতীয়তা -
এই নিয়ে দেশ গড়বো ।
আমার স্বাধীনতা
বলার স্বাধীনতা ,
আমার স্বাধীনতা
পড়ার স্বাধীনতা ।
ইচ্ছেমতো বলবো কথা ,
ইচ্ছেমতো লিখবো ,
বক্ষে নিয়ে স্বদেশমাতা
দেশাত্মবোধ শিখবো ।
আমার স্বাধীনতা
বলার স্বাধীনতা ,
আমার স্বাধীনতা
লেখার স্বাধীনতা ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন