এক .
দুর্নীতি-অনাচার
আজ থেকে নয় ,
এসো গাই বৈশাখে
সততার জয় ;
ভালোবাসা হোক আজ
সকলের বাণী ,
বৈশাখে মুছে যাক
সবকটি গ্লানি ।
দুই .
মঙ্গলে ভরে যাক
বাঙ্গালি সংসার ,
নিজগুণে সেরা থাক
বাঙ্গালি কালচার ;
প্রেম-প্রীতি বন্ধনে
হাসো আজ বৈশাখ ,
দুর্নীতি মুণ্ডনে
শত্রুরা ভয় পাক ।
তিন .
ধর্মকে বাদ দিয়ে
সংস্কৃতি হয়না ,
সত্যকে বাদ দিয়ে
সম্প্রীতি রয়না ,
বাংলাকে বাদ দিয়ে
পাইনাকো হর্ষ -
কল্যাণ ও সুখ নিয়ে
আয় নববর্ষ !
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন