বঙ্গবন্ধুর আন্দোলনে
গণতন্ত্রই ভিত ছিল ,
এ লক্ষ্যেতেই তাঁর দুটি হাত
মুহুর্মুহু জিতছিল ।
জয়ের ধারায় আমরা পেলাম
একটি স্বাধীন বাংলাদেশ ,
রাখবো অটুট বাংলাদেশের
গণতান্ত্রিক পরিবেশ ।
বঙ্গবন্ধুর ভাষণ শেষে
স্বাধীনতার ডাক ছিল ,
তাঁর দুটি চোখ বাংলাদেশের
স্বপ্নছবি আঁকছিল ।
দেশকে আমরা ভালোবেসে
স্বাধীনতার রাখবো মান ,
বঙ্গবন্ধুর সোনার বাংলা
আর কখনো না হোক ম্লান ।
বঙ্গবন্ধুর দেশগঠনে
জাতীয়তার সুর ছিল ,
এক পতাকার ভালোবাসায়
মনখানি তাঁর উড়ছিল ।
হঠাৎ দেশ ও জাতির ধ্বংসে
মাতলো কিছু হিংস্র লোক ,
জীবন দিলেন বঙ্গবন্ধু ,
রাষ্ট্রজুড়ে নামলো শোক ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন