Home » » টইটংয়ে ভাবীর সাথে পরকীয়াতে লিপ্ত স্বামী!

টইটংয়ে ভাবীর সাথে পরকীয়াতে লিপ্ত স্বামী!

Written By Unknown on বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ | ৩:২৮ AM

৩ বাচ্চাসহ এক নওমুসলিম স্ত্রীর অসহায় জীবন যাপন!!

শহুরে জীবনে নারীরা যেমনি স্বামীর উপর দাপট চালাচ্ছে গ্রামীণ জীবনে তেমনি তারা বেশুমার মার  হচ্ছে। পুরুষের ভালোবাসার বাঁধভাঙ্গা জোয়ারে নারীরা প্লাবিত হচ্ছে ! আবেগের আতিশয্য আর সহজানুভূতি তাদের কপালে দু:খ নিয়ে আসছে। সংসার ভাঙ্গনের প্রথম পর্বের নাম পরকীয়া।

গতকাল আমি পেকুয়া উপজেলা পরিষদ গিয়েছিলাম একটি কাজে। সেখানে আমি যেমনি আমার কাজের জন্য অপেক্ষা করছি তেমনি সাব-রেজিস্ট্রারার অফিসের দরজায় এক কাঁদো কাঁদো মহিলা তার দুটো বাচ্চা নিয়ে ছটফট করছে। এ মহিলার সাথে এসেছে তার  ভাসুর  আবদুল্লাহ ও নুরুচ্ছফা। তাদের সাথে আলাপে জানতে পারলাম এক চাঞ্চল্যকর ঘটনা।

পেকুয়া উপজেলার জালিয়ার চাং এলাকার বাসিন্দা তাদের একভাই অন্তত ১৫ বছর আগে ইসলাম ধর্মে ধর্মান্তরিত এই মেয়েকে বিয়ে করে। অনুমানের অপেক্ষা রাখে না যে বাঙ্গালের নও মুসলিম মেয়ে বিয়ের নেপথ্যে থাকে ভোগবাদী প্রেম,ধর্ম নয়। যা হোক, তাদের বৈবাহিক জীবনে তিনটি সন্তান সংসারের শোভা বর্ধন করে। বড় মেয়ে প্রাইমারীতে পড়ে। ছবিতে ছেলে ও ছোট মেয়েকে দেখা যাচ্ছে। এখন এই মহিলার স্বামী তাকে আর ভালোবাসে না। ভালোবাসে তার এক প্রবাসী  ভাইয়ের বউকে। তলে তলে তলিয়ে যাচ্ছে তাদের পরকীয়া প্রেম। চোখবুজে সহ্য করছে এ অসহায় মহিলা। বাপ-ভাই কেউ নেই যে কাউকে গিয়ে তার মনের দু:খের কথা বুঝাবে ! খোরাকী দেয় না নিজের ছেলেমেয়েদের।তার ভাসুরদ্বয়  বলে, আমরাই বাধ্য হয়ে এই মাসুম বাচ্চাদের খাওয়া-দাওয়ার যোগান করি।

এখানে শেষ নয়, ঘটনা আরো বিপজ্জনক। তাদের  এই লম্পট ভাইটা পৈত্রিক সম্পত্তিতে যেটুকু ভিটে পেয়েছে তা নাকি আজ পরকীয়ার ধন ঐ ভাইয়ের বউকে  দলীল করে দেবে। এ ভিটা কেড়ে নিলে এ নওমুসলিম মহিলাটি তিনটা বাচ্চা নিয়ে কোথায় যাবে- এভয়ে সে বিষন্ন আর  অস্থির। দেখলাম, সে একটি দরখাস্ত আর ২টি বাচ্চা নিয়ে সাব রেজিস্ট্রারার কক্ষের প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে। যদি তার স্বামী দলীল  রেজিস্ট্রেশনের জন্য এ রুমে প্রবেশ করে তাহলে সে সোজা স্যারের কাছে গিয়ে তার দরখাস্ত পেশ করবে আর বাচ্চাগুলো বাবা বাবা বলে কান্না করবে- এ হল তার পরিকল্পনা। আমি যতক্ষণ ছিলাম তার এ প্রতারক স্বামী অফিসে আসে নি।  আমি বাচ্চাসহ মহিলাটির ছবি তোললাম আর ভাবতে লাগলাম পৃথিবী কত নিষ্ঠুর! নও মুসলিম জাতিগত মুসলিমকে বিয়ে করে ইসলামের কী শিক্ষা পেল? মেয়েটির বাপের পরিবারের দিক দিয়ে কোন অবস্থান নেই বলেই কি এই নিষ্পেষণ? নিজের অবুঝ শিশুদের সাথে নির্মম প্রহসন? ধিক্  পরকীয়া কিংবা বেইনছাফী বিয়া!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন