যদি থাকে নসিবে,
আপনা আপনি আসিবে...এই গানের শিল্পী তিনি।
আজকের বেইজ্জতিও তার নসিবে ছিল তাই আপনা আপনি এসেছে।
গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন মেলার শেষ দিনে গান গাইতে আসে শামসুল হক চিশতী বাউল।
গানের এক পর্যায়ে সে বলেনঃ-
"মাগো আমি পড়বোনা আর হাট্টিমাটিম টিম,মাদরাসাতে পড়বো গিয়ে আলিফ,লাম,মীম"
চিশতী বলে যারা আলিফ,লাম,মীম পড়ে তাদের কুত্তার বাচ্চার মতো ছিড়ে ফেলা উচিত।
কারণ বাংলা বাদ দিয়ে তারা এটা পড়বে কেন?
এতে বাংলার অবমানা হয়।
তারপর আরও বলে যে সূরা ফাতিহা পড়লে যে সাওয়াব আমার গান শুনলে একই সওয়াব।
তারপর শুরু জনতার প্রতিবাদ।তাকে কিছু উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়।
সে ক্ষমাও চেয়েছে সাংবাদিকদের সামনে।
এসব নাস্তিকদের বর্জন করা উচিত।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন