দাঁড়িয়ে আছি!
সমূহ ক্ষতির ভয়ে হাতপা নাড়াচ্ছি না!
তুমি আমার খাদ্যে ঢেলে দিচ্ছ বিষ,
অথচ বলে বেড়াচ্ছ আমাকে খাওয়াচ্ছ মাগনা!
তুমি সব শিক্ষা দীক্ষা কেড়ে নিয়ে আমার সন্তানদের ডাকাত দস্যু চোর লুটেরা ছিনতাইকারী ধর্ষক বানাচ্ছ বলছ আমাকে শিক্ষা দিচ্ছ!
তুমি তোমার কমিশনের জন্য আমার ঘরবাড়ি,চাষের জমি, মাছের নদী, লবণের মাঠ,বন তুলে দিচ্ছো বিদেশী বহুজাতিক বেনিয়াদের হাতে!
আর এর গালভরা নাম দিয়েছ উন্নয়ন!
থানাকে তুমি পরিণত করেছ জল্লাদখানায়,হাসপাতালগুলো ভরে গেছে কসাইয়ে ক্রসফায়ার আর গুমে দেশটাকে বানিয়েছ বধ্যভূমি!
বিশ্ববিদ্যালয়ে আমার সন্তানদের
শিক্ষার বদলে শেখাচ্ছ সন্ত্রাস!
খাতা কলম কি বোর্ডের বদলে
তুমি হলের আলমারিগুলোতে সাজিয়ে রেখেছো রামদা আর পর্ণোগ্রাফি!
আর কোটি কোটি জনগণকে তুমি
দাঁড় করিয়ে দিয়েছ গৃহযুদ্ধের সামনে!
আমার সন্তানদের পিছে লেলিয়ে দিয়েছ অসংখ্য কুত্তা বাহিনী!
আমার সন্তানদের দিয়ে ধর্ষণ করাচ্ছ আমার মেয়েদের!
তুমি এর নাম দিয়েছ প্রতিরোধ!
ব্যাংক থেকে আমার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায় তুমি চুপ।!
রিজার্ভ ব্যাংকের বিলিয়ন ডলার চুরি হয়ে যায় তুমি চুপ!
শেয়ারবাজারের ক্ষুদ্র জামানতকারিদের
কাগজগুলো খেয়ে ফেলে তোমার গৃহপালিত উইপোকা তুমি চুপ!
একটি গৃহযুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েও আমি চুপ হয়ে আছি হাতপা নাড়াচ্ছি না!
সমূহ ক্ষতির ভয়ে!
অথচ ক্ষতি যা হবার তা হয়েই যাচ্ছে হরদম
তুমি চেপে ধরেছ আমার কন্ঠনালী,
তুমি কেড়ে নিয়েছ আমার ব্যানার,
তুমি কেড়ে নিয়েছ আমার লেখার খাতা ও কলম!
আমার অব্যক্ত কথাগুলো বলার জন্য
তুমি আমাকে কোথাও দাঁড়াতেই দিচ্ছনা!
আমার সমস্ত কথা বলার, প্রতিবাদ জানানোর ভাষাকে তুমি হত্যা করছ প্রতিদিন!
আর এর নাম দিয়েছ তুমি বাক-স্বাধীনতা!
আর ক্রমশ ঠেলতে ঠেলতে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ গৃহযুদ্ধের মুখোমুখি!
#উগান্ডার মহান কবি টিমবকটুর লেখা কবিতা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন