‘অবৈধ’ সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়ে বলেন, ‘গণতন্ত্র হত্যাকারী সর্ববিনাশী আওয়ামী শক্তিকে বিতাড়নের এই সংগ্রামে সাময়িক ত্যাগ স্বীকারের জন্য আমরা দেশবাসীকে আহবান জানাচ্ছি। সাফল্য নিশ্চিত দাবী করে এতে বলা হয়, জনদাবি আদায়ের কষ্টসাধ্য ও শোকবেদনা গণতন্ত্রের বিজয় অর্জনের মাধ্যমে শিগগিরই সাফল্য লাভ করবে।’
বিবৃতিতে খালেদা জিয়ার কার্যালয়ের ক্যাবল নেটওয়ার্কসহ সকল বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা অবিলম্বে পূণ:স্থাপন করা না হলে হরতাল ও অবরোধ অব্যাহত রাখারও হুঁশিয়ারী দেয়া হয়।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশ এখন গণতন্ত্রের পরিবর্তে শেখ হাসিনার মনোতন্ত্র এবং ইচ্ছাতন্ত্রে প্রবেশ করেছে। ইচ্ছামতো গুলি করে আন্দোলনকারীদের হত্যার লাইসেন্স দেয়া হয়েছে, আর এর দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজে।’
তিনি অভিযোগ করেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ, বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা ও সংগঠনসমূহের উদ্বেগ সত্ত্বেও অবৈধ সরকার প্রতিনিয়ত ক্রসফায়ারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের পাইকারীভাবে হত্যা করছে।’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে কলুষিত করার কুমানসে সরকারী এজেন্টরা পেট্রোল বোমা হামলার মাধ্যমে মানুষ হত্যা করছে। আর এর দায়-দায়িত্ব বিএনপিসহ ২০ দলীয় জোটের ওপর দোষ চাপানোর পুরনো কৌশল অবলম্বন করছে এই অবৈধ সরকার। অত্যন্ত চাতুরতার সঙ্গে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটকে আওয়ামী প্রচার কেন্দ্রে পরিণত করা হয়েছে।’
পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেফতার ও তদন্তের মাধ্যমে বিচারেরও দাবী করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মামলা করার জন্য সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে ‘এক মাঘে শীত যায়না’, এই দিন দিন না, আরো দিন আছে।’
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ভোটারবিহীন অবৈধ সরকারের ততোধিক অবৈধ এতিম মন্ত্রীরা দিনমান কোরাস গেয়ে বেড়াচ্ছেন অবৈধ প্রধানমন্ত্রীর কন্ঠে কন্ঠ মিলিয়ে। প্রতিযোগিতা দিয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুন্ডুপাত করছেন। তাদের ঔদ্ধত্যপূর্ণ ও ঘৃণ্য বক্তব্যের জবাব দেয়ার মতো বাংলা ভাষার অরুচিকর শব্দগুলো আমরা আয়ত্ত্ব করতে সক্ষম হইনি। তারা জনসভা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘ভাতে মারার’, ‘পানিতে মারার’ ঘোষনা দিয়েছেন। এ যেন গণতন্ত্রকামী সংগ্রামী জনগণের বিরুদ্ধে বিজাতীয় শত্রুদের আস্ফালন। ’
বেগম খালেদা জিয়া জনগণের ন্যায়সঙ্গত দাবী আদায়ের সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সালাহ উদ্দিন আহমেদ আরো বলেন, এদেশের জনগণ দু:শাসনের কবলে পড়েছে এবং গণতন্ত্র বিপন্ন হয়েছে শেখ হাসিনার প্রহসনের একতরফা নির্বাচনের কারণে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করায় এই রাজনৈতিক সমস্যার সূত্রপাত, যে সিদ্ধান্ত শেখ হাসিনা এককভাবেই নিয়েছেন। অবরোধের পাশাপাশি দেশব্যাপী চলমান ৭২ ঘন্টার হরতাল কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।
Home »
‘
,
দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়ে বলেন
» দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়ে বলেন, ‘
দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই ঘোষণা দিয়ে বলেন, ‘
Written By Unknown on রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫ | ৭:২৮ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন