Home » , » রাজধানীতে ৪ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ২

রাজধানীতে ৪ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ২

Written By Unknown on রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫ | ৯:৪৬ AM

Feb
15
রাজধানীতে ৪ গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণে আহত ২
রোববার হরতালে রাজধানীতে ৪ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া বিভিন্ন স্থানে ককটেল ও হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন দুইজন। বিকাল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার তাঁতী বাজার মোড়ে স্কাইলাইন (ঢাকা মেট্রো জ ১৪-০০৯৩) পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টায় মালিবাগ বাজারে তুরাগ পরিবহনে বাসে আগুন দেয়া হয়। প্রায় একই সময়ে যাত্রাবাড়ির মানিকনগর সড়কে তুরাগ পরিবহনের বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাত ৮ টার দিকে মৎস্য ভবন এলাকায় তানজিল পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এছাড়াও পল্লবীর সিম্ফনী শো রুমের সামনে, পূরবী সিনেমা হলের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এদিকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের পাশে হাতবোমা বিস্ফোরণে ১ জন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের রেলগেট এলাকায় কার্টনভর্তি হাতবোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়ে মো. কবির (৩০) নামের এক যুবক আহত হন। পুলিশ জানিয়েছে, কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবেশক। সে সকালে খিলগাঁওয়ের আমানুল্লাহ সুপার মার্কেট থেকে একটি বড় কার্টন নিয়ে ইসলামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় কার্টনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আহত হলে কবিরকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। দুপুর আড়াইটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটায় কেউ আহত হননি। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
Posted 15 minutes ago by Kutubi Coxsbazar
Labels: মানবজ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন