মুসলিম মেয়েকে বিয়ে করলে লাখ টাকা পুরস্কার!
ভ্যালেন্টাইন ডে’র পর এবার নয়া কর্মসূচি হাতে নিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা।‘বেটি বাঁচাও, বহু লাও’ নামে এই কর্মসূচিতে হিন্দু যুবকদের অন্য ধর্মের মেয়েকে বিয়ে করার জন্য উৎসাহিত করা হয়েছে। অন্য ধর্মে বিয়ে করা ছেলেকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লাখ টাকা পুরস্কার দেয়ার কথা ঘোষণা করা হয়েছে।
হিন্দু মহাসভা নেতা ধরমপাল সিওয়াচ রোববার এই অভিযানের সূচনা করে বলেছেন, ‘হিন্দুরা আর ব্যাচেলর থাকবে না, হিন্দুরা এখন নিজের ধর্মের মেয়েদের বাদ দিয়ে অন্য ধর্মের মেয়েদের নিজেদের বাড়িতে পুত্রবধু করে সম্মান এবং স্বীকৃতি দেয়ার জন্য কাজ করবে।’
ধরমপাল সিওয়াচ বলেন,‘যে হিন্দু ছেলে মুসলমান মেয়েকে বিয়ে করবে তাকে হিন্দু মহাসভার পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সাহায্য দেয়া হবে।’ তার দাবি,‘মুসলমানরা ‘লাভ জিহাদ’-এর মাধ্যমে বিয়ে করে মেয়েদের নিপীড়ন করছে। কিন্তু আমরা তাদের মেয়েদের সম্পূর্ণ স্বীকৃতি দেব। তাছাড়া বিয়ে করলে তাদের কর্মসংস্থানের জন্যও সহযোগিতা করা হবে।’
এরআগে ভ্যালেন্টাইনডে উপলক্ষে ‘হিন্দু মহাসভার পক্ষ থেকে বলা হয়, যদি কোনো মুসলমান বা খ্রিস্টান ছেলেকে হিন্দু মেয়ের সাথে দেখা যায়, তাহলে প্রথমে ভালোভাবে ধর্মান্তরকরণের জন্য বলা হবে, যদি তা না মানে তাহলে তাকে অপহরণ করে জোর করে হিন্দু রীতি অনুসারে বিয়ে দেয়া হবে।’
সূত্র : রেডিও তেহরান।
Posted 1 hour ago by Kutubi Coxsbazar
Home »
» মুসলিম মেয়েকে বিয়ে করলে লাখ টাকা পুরস্কার!
মুসলিম মেয়েকে বিয়ে করলে লাখ টাকা পুরস্কার!
Written By Unknown on রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫ | ৯:২৬ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন