Home » » দলের ক্ষতিগ্রস্ত পরিবারকে গুলশানে যোগাযোগের আহ্বান খালেদা জিয়ার

দলের ক্ষতিগ্রস্ত পরিবারকে গুলশানে যোগাযোগের আহ্বান খালেদা জিয়ার

Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৪:০৭ AM

দলের ক্ষতিগ্রস্ত
পরিবারকে গুলশানে যোগাযোগের
আহ্বান
খালেদা জিয়ার
ঢাকা : দলের যেসব
নেতাকর্মীদের পুলিশ,
ডিবি বা র্যাব
তুলে নিয়ে যাচ্ছে তাদের
পরিবারকে দ্রুত দলের কেন্দ্রীয়
নেতা, আইনজীবী, সাংবাদিক
অথবা বিএনপির গুলশান
কার্যালয়ের কর্মকর্তাদের
সঙ্গে যোগাযোগের
নির্দেশনা দিয়েছেন
বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া। প্রতিদিন দলের
বিভিন্ন নেতাকর্মীদের মরদেহ
দেশের যত্রতত্র পাওয়া যাচ্ছে।
তাতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ
করেছেন।
সোমবার
রাতে গুলশানে বিএনপি চেয়ারপাসনের
কার্যালয় থেকে দলের
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম
খান এ কথা জানিয়েছেন।
তিনি বলেন,
বিএনপি চেয়ারপারসন
জানিয়েছেন, দেশে প্রতিদিন
যেভাবে পুলিশ, ডিবি বা র্যাব
বিএনপি নেতাকর্মীদের
তুলে নিয়ে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সরকারের
ক্ষোভের আগুনে পুড়ছে বিএনপির
নেতাকর্মীরা। প্রতিদিন দেশের
কোথাও না কোথাও দলের
বিভিন্ন নেতাকর্মীর লাশ
পাওয়া যাচ্ছে। তাই দলের যেসব
নেতাকর্মীদের পুলিশ,
ডিবি বা র্যাব
তুলে নিয়ে যাবে তাদের
পরিবার যাতে দ্রুত দলের
কেন্দ্রীয় নেতা, আইনজীবী,
সাংবাদিক অথবা বিএনপির
গুলশান কার্যালয়ের কর্মকর্তাদের
সঙ্গে যোগাযোগ করতে পারেন
সে বিষয়ে নেতা-কর্মীদের
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার
নির্দেশ দিয়েছেন
বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া।
সুত্র : ip

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন