হরতালে স্বাভাবিক
নজরুল বিশ্ববিদ্যালয়,
চলছে ক্লাস-পরীক্ষা
সজীব অাহমেদ, (জা.ক.কা.ন.ই.বি.)
প্রতিনিধিঃ
২০ দলীয় জোটের
ডাকা লাগাতার হরতাল-
অবরোধেও জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম
রয়েছে স্বাভাবিক।
গত কয়েক দিন যাবত বিশ্ববিদ্যালয়
সরজমিনে দেখা গেছে, অবরোধ ও
হরতালে থেমে নেই
বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের
ক্লাস-পরীক্ষা।
বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়,
সকল
বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত
হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে পূর্ব
নির্ধারিত পরীক্ষাও।
এদিকে বিশ্ববিদ্যালয়টি পরিবহন
নির্ভর হওয়ায় অাগের
হরতালে বিশ্ববিদ্যালয়ের সকল
পরিবহন বন্ধ থাকলেও গত ১২
ফেব্রুয়ারি থেকে
বিশ্ববিদ্যালয়ের সকল
পরিবহনগুলো চালু রাখা হয়েছে।
ক্লাস-পরীক্ষা শুরু হওয়ায় সন্তোষ
প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের
ডেপুটি রেজিস্ট্রার, ড.
মোঃ হুমায়ুন কবীর বলেন, এই
লাগাতার হরতাল-অবরোধের
কারনে যেন শিক্ষার্থীদের
সেশনজটে পড়তে না হয় তাই
হরতাল-অবরোধের মাঝেও ক্লাস-
পরীক্ষা নিতে হচ্ছে।
তবে শিক্ষার্থীদের
উপস্থিতি ভিত্তি করেই ক্লাস-
পরীক্ষা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির
সাধারন সম্পাদক তপন কুমার সরকার
বলেন, লাগাতার হরতাল-
অবরোধের মাঝেও
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের
একাডেমিক কার্যক্রম সচল রয়েছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি দুপুর ১২
টায় ক্যাম্পাসের নতুন রাস্তায়
শিক্ষকবৃন্দের
অায়োজনে দেশব্যাপী চলমান
হরতাল-অবরোধের
নামে ন্যাক্কারজনক হামলার
প্রতিবাদে এক মানববন্ধ
করা হয়েছিল। এই
মানববন্ধনে বিভিন্ন বিভাগের
শিক্ষক, শিক্ষার্থী ও
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,
কর্মচারীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একই স্থানে এক
সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যদেন,
বিশ্ববিদ্যালয়ের ভাইস-
চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল
অালম তিনি বলেন,
শিক্ষাব্যবস্থাকে ধবংস করার
জন্যই ২০ দলীয় জোটের
ডাকা লাগাতার হরতাল-
অবরোধের
নামে সহিংসতা চালানো হচ্ছে।
রাজনীতির নামে নিরহ
গনমানুষকে পুড়ে মারা হচ্ছে। এই সব
সহিংসতা দূর করার জন্য
সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার
জন্য সরকারের প্রতি আহ্বান
জানান তিনি।
তিনি অারো বলেছিলেন,
হরতাল-অবরোধ থাকলেও ১২
ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের
সকল পরিবহন চলাচল করবে এবং সকল
বিভাগে ক্লাস-পরীক্ষা চলবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত
ছিলেন, বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রার ফজলুল কাদের
চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার ড.
মোঃ হুমায়ুন কবির,
শিক্ষক সমিতির
সভাপতি মোল্লা অামিনুল
ইসলাম, শিক্ষক সমিতির সাধারন
সম্পাদক তপন কুমার সরকার,
কর্মকর্তা পরিষদের সভাপতি নজরুল
ইসলাম, কর্মকর্তা পরিষদের
সাধারন সম্পাদক এস.এম. হাফিজুর
রহমান, ব্যবসায় অনুষদের ডীন
প্রফেসর ড. সুব্রত কুমার দে, প্রক্টর
প্রফেসর ড. মোঃ মাহাবুব অালম,
অধ্যাপক ড. নজরুল ইসলাম,
সহকারী অধ্যাপক অমিতা দাস,
সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম,
সহকারী অধ্যাপক সোহেল রানা,
সহকারী অধ্যাপক রেজুয়ান
অাহমেদ (শুভ্র), প্রভাষক মাসুদ
রানা, প্রভাষক
অালভী রিয়াসাত মালিক, প্রমুখ।
Home »
চলছে ক্লাস-পরীক্ষা
,
হরতালে স্বাভাবিক
নজরুল বিশ্ববিদ্যালয়
» হরতালে স্বাভাবিক
নজরুল বিশ্ববিদ্যালয়,
চলছে ক্লাস-পরীক্ষা
হরতালে স্বাভাবিক নজরুল বিশ্ববিদ্যালয়, চলছে ক্লাস-পরীক্ষা
Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৫:০৭ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন