খালেদা জিয়ার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত প্রতিবেদক:
জিয়া অরফানেজ ও
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট
দুর্নীতি মামলায়
বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়াসহ ৩ জনের
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন
আদালত।বুধবার খালেদা জিয়াসহ
এই মামলা ৯ আসামি হাজির
না হওয়ায় ঢাকার বকশীবাজার
এলাকায়
আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত
তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ
জমাদ্দার সকালে আদেশ
জারি করেন।
অন্য দুই আসামি হচ্ছেন মাগুরার
সাবেক এমপি কাজী সালিমুল হক
কামাল ওরফে ইকোনো কামাল ও
ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।
খালেদা জিয়ার
আইনজীবী সানাউল্লাহ
মিয়া সময়ের আবেদন করেন। এ
আবেদনে তিনি উল্লেখ করেন,
বেগম খালেদা জিয়া হরতাল-
অবরোধে নিরাপত্তাজনিত
কারণে আদালতে হাজির
হতে পারেননি। এ ছাড়া বিচারক
বদলি চেয়ে হাইকোর্টে একটি রিট
পিটিশন থাকায় সাক্ষ্যগ্রহণ
মুলতবি রাখার আবেদন করা হয়।
আদালত সময় আবেদন বাতিল
করে খালেদা জিয়ার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৯ মার্চ
খালেদা জিয়াসহ ৯ জনের
বিরুদ্ধে অভিযোগ গঠন করেন
ঢাকার তৃতীয় বিশেষ জজ
আদালতের বিচারক বাসুবেদ রায়।
মামলার এজাহার
থেকে জানা যায়,
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের
নামে অবৈধভাবে ৩ কোটি ১৫
লাখ ৪৩ হাজার অর্থ লেনদেনের
অভিযোগ এনে খালেদা জিয়াসহ
চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮
আগস্ট তেজগাঁও থানায়
একটি মামলা করে দুর্নীতি দমন
কমিশন (দুদক)।
এ মামলার অপর আসামীরা হলেন-
খালেদার সাবেক রাজনৈতিক
সচিব হারিছ চৌধুরী, হারিছের
তখনকার সহকারী একান্ত সচিব ও
বিআইডব্লিউটিএর
নৌ নিরাপত্তা ও ট্রাফিক
বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক
জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার
সাবেক মেয়র সাদেক হোসেন
খোকার একান্ত সচিব মনিরুল
ইসলাম খান।
অপরদিকে জিয়া অরফানেজ
ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১
হাজার ৬৪৩ টাকা আত্মসাতের
অভিযোগ এনে খালেদা জিয়া ও
তারেক রহমানসহ ৬ জনের
বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই
রমনা থানায় আরও
একটি মামলা করে দুর্নীতি দমন
কমিশন (দুদক)।
খালেদা জিয়া ও তারেক রহমান
ছাড়া অন্য আসামিরা হলেন-
মাগুরার সাবেক সংসদ সদস্য
কাজী সলিমুল হক কামাল,
ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের
সাবেক সচিব কামাল উদ্দিন
সিদ্দিকী ও প্রয়াত
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
ভাগ্নে মমিনুর রহমান। –
Home »
খালেদা জিয়ার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত প্রতিবেদক:
» খালেদা জিয়ার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আদালত প্রতিবেদক:
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালত প্রতিবেদক:
Written By Unknown on বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫ | ২:৪৭ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন