Home » » গ্রেফতারি পরোয়ানার আদেশ বেআইনি': খন্দকার মাহবুব

গ্রেফতারি পরোয়ানার আদেশ বেআইনি': খন্দকার মাহবুব

Written By Unknown on বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫ | ৩:০০ AM

‘গ্রেফতারি পরোয়ানার
আদেশ বেআইনি':
খন্দকার মাহবুব
ঢাকা :
বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়ার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার
আদেশকে বেআইনি অ্যাখ্যায়িত
করে আইনজীবী সমিতির
সভাপতি অ্যাডভোকেট খন্দকার
মাহবুব হোসেন বলেছেন, সিনিয়র
আইনজীবীদের সঙ্গে পরামর্শ
করে এ বিষয়ে সব ধরনের আইনগত
পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট
আইজীবী সমিতির সভাপতির
কক্ষে তিনি এই কথা বলেন।
খালেদা জিয়ার গ্রেফতার
বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,
রাজনীতি করলে গ্রেফতার
হতে হয়, এটা অ-স্বাভাবিক কিছুই
না। রাজনৈতিক
নেতারা জনগণের
স্বার্থে জনগণের কল্যানে বহুবার
গ্রেফতার হয়।
তিনি আরো বলেন,
‘সারা পৃথিবীর মানুষ জানে ৫১
দিন ধরে বেগম
খালেদা জিয়া অভুক্ত, অসুস্থ
এবং অবরুদ্ধ আছেন। আমরা বলেছি,
পরবর্তী তারিখ পর্যন্ত তাকে সময়
দেওয়া হোক। আমরা আইনের সমস্ত
ব্যাখ্যা দিয়েছি। কিন্তু, আদালত
আমাদের কথা শোনেনি। এই
আদালতের প্রতি আমাদের
আস্থা নেই। আমাদের বিশ্বাস
আমরা এই আদালতে ন্যায় বিচার
পাব না।’
খন্দকার মাহবুব বলেন, ‘এ
মামলা রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সিনিয়র
আইনজীবীদের
সঙ্গে কথা বলে উচ্চ
আদালতে যাব।
এমনকি আইনিভাবে যা যা করা দরকার
তার সবই করবো।
আমরা আশা করি সেখানে ন্যায়বিচার
পাব। এটা বিচার প্রার্থীদের
নৈতিক অধিকার।’
এ সময় খালেদা জিয়ার
আইনজীবী এ জে মোহাম্মদ আলী,
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
উপস্থিত ছিলেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন