Home » » পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা বিশ্বব্যাংকের

পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা বিশ্বব্যাংকের

Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৫:৩৬ AM

পরিস্থিতি স্বাভাবিক
হবে বলে প্রত্যাশা বিশ্বব্যাংকের
ঢাকা :
বাংলাদেশকে মধ্যম আয়ের
দেশে যেতে হলে বর্তমান
রাজনৈতিক পরিস্থিতির
উন্নতি ঘটাতে হবে এছাড়া বেসরকারিখাতে দীর্ঘ
মেয়াদি সুবিধা দিতে হবে বলে মন্তব্য
করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ
এশিয়া অঞ্চলের ভাইস
প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)
দুপুরে বাংলাদেশ ব্যাংক
ভবনে গভর্নর ড. আতিউর রহমানের
সঙ্গে এক বৈঠক
শেষে সংবাদিকদের তিনি এ
মন্তব্য করেন। এ সময় বিশ্বব্যাংকের
কান্ট্রি ডিরেক্টর জোহানেস
জাট ও বাংলাদেশ ব্যাংকের
ডেপুটি গভর্নর এসকে সুর
চৌধুরী উপস্থতি ছিলেন।
অ্যানেট ডিক্সন বলেন,
অর্থনৈতিক
স্থিতিশিলতা বিষয়ে গভর্নরের
সঙ্গে কথা হয়েছে। আরও
কথা হয়েছে বেসরকারিখাতের
অর্থায়ন প্রসঙ্গেও।
এছাড়া সরকারের সঙ্গে আমাদের
আলোচনা হয়েছে,
তারা বলেছেন- রাজনৈতিক
পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ফলে তা অর্থনীতিতে প্রভাব
ফেলবে না।
তিনি বলেন, বাংলাদেশকে মধ্য
আয়ের দেশে যেতে হলে দ্রুতই
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির
উন্নতি ঘটাতে হবে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন