দুদকের মামলায়
মির্জা আব্বাসসহ
পাঁচজনের
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ঢাকা :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাসসহ পাঁচজনের
বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের
(দুদক) দায়ের করা মামলায়
গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন
আদালত।
নির্ধারিত
দিনে আদালতে হাজির
না হওয়ায় ঢাকা মহানগর
দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত
বিচারক ইমরুল কায়েস মঙ্গলবার এ
পরোয়ানা জারি করেন।
এর আগে এ মামলায়
মির্জা আব্বাসসহ পাঁচজনের
বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
করেছিল দুদক।
অভিযুক্তরা হলেন প্রাক্তন গৃহায়ণ ও
গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাস,
প্রাক্তন প্রতিমন্ত্রী আলমগীর
কবির, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের
যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত)
বিজন কান্তি সরকার, জাতীয়
গৃহায়ণ কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো.
মনছুর আলম ও হিসাব
সহকারী মতিয়ার রহমান।
এ ছাড়া মামলায় এজাহারভুক্ত
আসামি প্রাক্তন উপ-পরিচালক
(ভূমি) মো. আজহারুল
হককে (বর্তমানে সদস্য-ভূমি)
কোনো সম্পৃক্ততা না পাওয়ায়
মামলার অভিযোগপত্র
থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সূত্র আরো জানায়, গৃহায়ণ
প্রতিমন্ত্রী থাকা কালে ২০০৬
সালে আলমগীর কবিরের
হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ
কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার
অপব্যবহার ও দুর্নীতির
মাধ্যমে ঢাকা সাংবাদিক
ইউনিয়ন সমবায়
সমিতি লিমিটেডকে বাজার
মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ
দেয়।
সরকারি সাত একর সম্পত্তি যার
বাজার মূল্যে ১৮ কোটি ৯১ লাখ ৩০
হাজার ৯০০ কোটি টাকা কিন্তু
তা তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার
টাকা মূল্যে বরাদ্দ
দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ
৫০ হাজার ৯০০ টাকা আত্মসাতের
অভিযোগে মামলাটি দায়ের
করা হয়েছিল।
গত বছরের ৬ মার্চ রাজধানীর
শাহবাগ থানায়
মামলাটি (মামলা নম্বর-১১)
দায়ের করে দুদক। দুদকের উপ-
পরিচালক হামিদুল হাসান এ
মামলার তদন্ত করেছেন।
Home »
দুদকের মামলায়
মির্জা আব্বাসসহ
পাঁচজনের
» দুদকের মামলায়
মির্জা আব্বাসসহ
পাঁচজনের
দুদকের মামলায় মির্জা আব্বাসসহ পাঁচজনের
Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৫:৩৬ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন