জঙ্গি রিক্রুটমেন্টে নতুন
কৌশল, গরীব ছাত্ররাই
টার্গেট
সময়ের কণ্ঠস্বর ডেস্ক : আল
কায়েদা, আল শাবাব এবং আইএস’র
মতো আন্তর্জাতিক
জঙ্গি সংগঠনগুলোর প্রশিক্ষণের
ভিডিও দেখিয়ে চট্টগ্রামের
বিভিন্ন মাদরাসার
কোমলমতি শিক্ষার্থীদের
জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত করার
চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র।
বিশেষ করে গরিব
মাদরাসা ছাত্ররাই তাদের
প্রধান টার্গেট।
বিভিন্ন দেশে মুসলামদের
নির্যাতনের ভিডিও প্রদর্শনের
মাধ্যমে প্রাথমিকভাবে উদ্বুদ্ধ
করার পর অস্ত্রের প্রশিক্ষণের জন্য
পাঠানো হচ্ছে গোপন আস্তানায়।
জঙ্গি সন্দেহে আটককৃতদের
জিজ্ঞাসাবাদে এমন সব
চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র্যাব।
ছোট ছোট শিশুরা অত্যাধুনিক
অস্ত্র নিয়ে গুলি চালচ্ছে।
জেহাদে অংশ নেয়ার জন্য উদ্বুদ্ধ
করতে অস্ত্র হাতে ইসলামী গান
করছে। এ ধরণের শত শত ভিডিও
ফুটেজ এখন সাধারণ
মাদরাসা ছাত্রদের মোবাইল
ফোনে। শুধুই যে শিশুদের অস্ত্র
প্রশিক্ষণের ভিডিও, তা কিন্তু নয়।
আল কায়েদা, আল শাবাব
এবং আইএস’র
মতো জঙ্গি সংগঠনগুলোর প্রশিক্ষণ
ভিডিও সবার মোবাইল ফোনে।
আর এভাবেই
দেয়া হচ্ছে জঙ্গি শিক্ষার
তালিম। চট্টগ্রামের
হাটহাজারী এবং বাঁশখালী থেকে গ্রেপ্তারকৃত
১৭ জঙ্গি সদস্যের মোবাইল
থেকে এ ধরণের ৬৮ গিগাবাইট
ভিডিও ক্লিপস পেয়েছে র্যাব।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর
জাহাঙ্গীর আলম বলেন, ‘আবু বকর
মাদরাসাতে অডিও ভিডিও
ট্রেনিং দেয়া হতো এবং আরবি শিক্ষার
অন্তরালে তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ
দেয়া হতো।
পরবর্তীতে উত্তীর্ণদের অন্যত্র
নিয়ে শারীরিক কসরত ও অস্ত্র
প্রশিক্ষণ দেয়া হতো।’
সাবেক
সেনা গোয়েন্দা কর্মকর্তা মেজর
(অব.) এমদাদুল ইসলাম বলেন ,
কোমলমতি শিক্ষার্থীদের
ভিডিও’র মাধ্যমে সশস্ত্র প্রশিক্ষণ
দেয়া মানে পুরো দেশের
নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলা।
এ ধরণের ভিডিও প্রদর্শনের
পাশাপাশি জঙ্গি তৎপরতায় উদ্বুদ্ধ
করাকে দেশদ্রোহীতার
সাথে তুলনা করে তাদের
বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার
কথা জানান সিএমপি কমিশনার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
কমিশনার আবদুল জলিল মন্ডল বলেন,
‘যদি এ ধরণের কোনো সুস্পষ্ট
নিদর্শন পাওয়া যায় তাহলে অবশ্যই
তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ
করা হবে।’
তবে র্যাব কর্মকর্তারা জানান,
কোনো জঙ্গি সংগঠন এ
তৎপরতা চালিয়ে যাচ্ছে তা তারা নিশ্চিত
হতে পারেনি। তবে বৃহত্তর
চট্টগ্রামে আরো কয়েকটি গোপন
আস্তানা রয়েছে,
যেখানে ভিডিও’র
মাধ্যমে জঙ্গি সদস্যদের সশস্ত্র
প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
সুত্র-সময় টিভি
Home »
গরীব ছাত্ররাই
টার্গেট
,
জঙ্গি রিক্রুটমেন্টে নতুন
কৌশল
» জঙ্গি রিক্রুটমেন্টে নতুন
কৌশল, গরীব ছাত্ররাই
টার্গেট
জঙ্গি রিক্রুটমেন্টে নতুন কৌশল, গরীব ছাত্ররাই টার্গেট
Written By Unknown on বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫ | ৪:০০ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন