ফাঁসি না দেওয়ায়
গণজাগরণ মঞ্চের
অসন্তোষ,
প্রতিবাদে বিকেলে মশাল
মিছিল
ঢাকা :
অভিযোগ প্রমাণের পরও
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে বয়স
বিবেচনায় ফাঁসি না দেওয়ায়
অসন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ
মঞ্চ। রায় শুনে ক্ষোভে তৎক্ষণাৎ
বিক্ষোভ মিছিল করে প্রজন্ম
চত্বরে অবস্থানরত বিক্ষুব্ধ নেতা-
কর্মীরা।
এসময় বিকেল ৫টায় মশাল মিছিল ও
অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়
গণজাগরণ মঞ্চের মুখপাত্র
(একাংশের) ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, আব্দুল জব্বারের
বিরুদ্ধে সবকটি অভিযোগ প্রমাণ
হওয়া সত্বেও ট্রাইব্যুনাল তার
বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডের রায়
দিয়েছে। গণজাগরণ মঞ্চের
নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ
করেছে।
তিনি জানান, বিকেলে মশাল
মিছিল করা হবে। মিছিল
শেষে শাহবাগে অবস্থান
করবে গণজাগরণ মঞ্চ। সেখান
থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য,
মানবতাবিরোধী অপরাধের
মামলায় জাতীয় পার্টির প্রাক্তন
সংসদ সদস্য পিরোজপুরের পলাতক
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে বয়স
বিবেচনায় আমৃত্যু কারাদণ্ড
দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল। ১, ২, ৩ ও ৫ নম্বর
অভিযোগে তাকে আমৃত্যু
কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৪
নম্বর অভিযোগে তাকে ২০ বছরের
কারাদণ্ড ও ১০ লাখ
টাকা জরিমানা করা হয়েছে।
Home »
ফাঁসি না দেওয়ায়
গণজাগরণ মঞ্চের
অসন্তোষ
» ফাঁসি না দেওয়ায়
গণজাগরণ মঞ্চের
অসন্তোষ,
ফাঁসি না দেওয়ায় গণজাগরণ মঞ্চের অসন্তোষ,
Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৪:৫৯ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন