Home » » দুর্বৃত্তরদের দেয়া আগুনে পুড়ে গেছে অগ্রণী ব্যাংক উজ্জ্বল সরকার,

দুর্বৃত্তরদের দেয়া আগুনে পুড়ে গেছে অগ্রণী ব্যাংক উজ্জ্বল সরকার,

Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৪:১৭ AM

দুর্বৃত্তরদের
দেয়া আগুনে পুড়ে গেছে অগ্রণী ব্যাংক
উজ্জ্বল সরকার, হোসেনপুর
(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর
উপজেলার পুমদী ইউনিয়নের
চরপুমদী বাজারে অগ্রণী ব্যাংকে আগুন
দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার
রাতে পৌনে ১২টার দিকে এ
ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ
জানায়, কিশোরগঞ্জের
হোসেনপুর উপজেলায়র
পুমদী ইউনিয়নের
চরপুমদী বাজারে অবস্থিত
অগ্রণী ব্যাংকের প্রধান দরজায়
দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগায়
দুর্বৃত্তরা।
এ সময় বাজারের পাহারাদার রতন
ও সাত্তার আগুন
দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু
করে। এ সময় বাজারের ব্যবসায়ী ও
স্থানীয় লোকজন
ঘটনাস্থলে এসে ব্যাংকের
দুতলা ভবনে গিয়ে পানি ও
বালি দিয়ে আগুন
নিয়ন্ত্রনে আনে। খবর
পেয়ে হোসেনপুর থানা পুলিশ
রাতেই ঘটনাস্থলে আসে।
পুলিশ ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থ
মিশ্রিত দড়ি,
একজোড়া রাবারের স্যান্ডেল,
খাবারের উচ্ছিষ্ট ও প্লাস্টিকের
বোতল জব্দ করে। মঙ্গলবার
সকালে কিশোরগঞ্জের
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)
সৈয়দ আবু সায়েম, হোসেনপুর
সার্কেলের
এ.এস.পি মোঃ জামাল উদ্দিন,
হোসেনপুর থানার অফিসার
ইনচার্জ (ওসি) মোঃ নান্নু
মোল্লা এবং অগ্রণী ব্যাংকের
উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল
পরিদর্শন করেছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন