পলাতক জব্বারের রায়
আজ
ঢাকা : জাতীয় পার্টির
প্রাক্তন সংসদ সদস্য পলাতক
ইঞ্জিনিয়ার আব্দুল
জব্বারের
মানবতাবিরোধী অপরাধের
মামলার রায় আজ।
বিচারপতি এম ইনায়েতুর
রহিমের নেতৃত্বে ৩ সদস্যের
ট্রাইব্যুনাল-১ এ রায়
ঘোষণা করবেন। ১৯৭১
সালে মুক্তিযুদ্ধের সময়
গণহত্যা ছাড়াও ৩৬ জনকে হত্যা,
২০০ জনকে ধর্মান্তরিতকরণ,
৫৫৭টি বাড়িঘরে লুটপাট
চালানো ও অগ্নিসংযোগের
মতো পাঁচটি অভিযোগ
রয়েছে তার বিরুদ্ধে।
এর আগে গত বছরের ৩ ডিসেম্বর
উভয়পক্ষের যুক্তি উপস্থাপন
শেষে মামলাটি রায়ের জন্য
অপেক্ষামান রাখেন
ট্রাইব্যুনাল।
এ মামলায়
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর
জাহিদ ইমাম যুক্তিতর্ক
উপস্থাপন শেষ করেন। জব্বারের
পক্ষে ছিলেন
রাষ্ট্রনিযুক্ত
আইনজীবী আবুল হাসান।
রাষ্ট্রপক্ষে শেষ ও ২৪তম
সাক্ষী মামলার
তদন্তকারী কর্মকর্তা (আইও)
হেলাল
উদ্দিনকে আসামিপক্ষের
জেরা শেষ করার মধ্য দিয়ে গত
বছরের ১৭ নভেম্বর এ মামলায়
সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
জব্বারের বিরুদ্ধে গত ১৪
আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭
সেপ্টেম্বর সূচনা বক্তব্য
উপস্থাপন শেষে সাক্ষ্যগ্রহণ
শুরু হয়।
এর আগে গত বছরের ৮ জুলাই
ট্রাইব্যুনালের এক
আদেশে বলা হয়,
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্বারকে গ্রেফতার
করতে পারেনি। পত্রিকায়
বিজ্ঞপ্তি প্রকাশের পরও
হাজির হননি জব্বার। এজন্য
তাকে পলাতক ঘোষণা করা হলো।
এরপর আইনজীবী আবুল
হাসানকে জব্বারের
পক্ষে আইনি লড়াইয়ের জন্য
রাষ্ট্রনিযুক্ত (স্ট্যাট
ডিফেন্স) আইনজীবী নিয়োগ
করা হয়।
গত ১২ মে তার জব্বারের
বিরুদ্ধে প্রসিকিউশনের
আনিত পাঁচটি অভিযোগ
আমলে নিয়ে তার
বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন
ট্রাইব্যুনাল।
রায়ের জন্য অপেক্ষমান
(সিএভি) থাকা যুদ্ধাপরাধের
সর্বশেষ মামলা এটি। আর এ
মামলার রায় ঘোষণার মধ্য
দিয়ে ট্রাইব্যুনালে জমে থাকা অপেক্ষমান
মামলার
সংখ্যা শূন্যতে নেমে আসবে।
১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয়
পার্টির সংসদ সদস্য ছিলেন
ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর
বয়সী জব্বার যুক্তরাষ্ট্রের
ফ্লোরিডায় ছেলে-মেয়ের
কাছে পালিয়ে আছেন
বলে প্রসিকিউশন ধারণা করছেন।
পলাতক আসামিদের
মধ্যে জব্বার পঞ্চম
স্থানে অবস্থান করছেন। দুই
ট্রাইব্যুনাল মিলিয়ে এর
আগে আরো তিন মামলায় চার
পলাতক আসামিদের
অনুপস্থিতিতেই বিচার কাজ
শেষ হয়েছে। পলাতক
জামায়াতের প্রাক্তন রোকন
(সদস্য) আবুল কালাম আজাদ
বাচ্চু রাজাকার, জামায়াত
নেতা বুদ্ধিজীবী হত্যার দুই
ঘাতক আশরাফুজ্জামান খান ও
চৌধুরী মাঈনুদ্দিন
এবং ফরিদপুরের
নগরকান্দা পৌরসভার মেয়র ও
পৌর বিএনপির সহ-
সভাপতি জাহিদ হোসেন খোকন
রাজাকার পলাতক
থাকা অবস্থায়ই তাদের
প্রত্যেকের মৃত্যুদণ্ডের
রায় দেন ট্রাইব্যুনাল।
এর আগে দুই ট্রাইব্যুনাল
ঘোষণা করেছেন মোট
১৬টি মামলার রায়,
যেগুলোতে ১৭ যুদ্ধাপরাধীর
সাজা ঘোষিত হয়েছে।
বর্তমানে দুই
ট্রাইব্যুনালে বিচার
চলছে আরো ৭ জনের, বিচার শুরু
হতে যাচ্ছে ৪ জনের এবং তদন্ত
চলছে আরো অর্ধশতাধিক
আসামির বিরুদ্ধে।
Home »
পলাতক জব্বারের রায়
আজ
» পলাতক জব্বারের রায়
আজ
পলাতক জব্বারের রায় আজ
Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৮:০৬ AM
Related Articles
If you enjoyed this article just Click here Read Dhumketo ধূমকেতু, or subscribe to receive more great content just like it.
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন