Home » » সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা বিস্ফোরণে আহ ২

সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা বিস্ফোরণে আহ ২

Written By Unknown on মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫ | ৪:১৩ AM

সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা বিস্ফোরণে আহ

মোঃ নাজমুল হুদা নাসিম,
বগুড়া ব্যুরো:
বগুড়া শহরতলির গোকুল এলাকায়
সোমবার
রাতে দুর্বৃত্তরা একটি সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা করেছ
এতে ট্রাকে আগুন ধরে যায়। এর
আগে চালক ও
হেলপারকে নামিয়ে দেওয়ায়
কেউ দগ্ধ হননি।
শহরের নবাববাড়ি সড়কে ককটেল
বিস্ফোরণ করলে দুই
ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ
জানায়, সোমবার রাত
সাড়ে ৯টার দিকে মহাস্থান
থেকে একটি সবজি বোঝাই
ট্রাক (বগুড়া-ট-১১-১৩০১) ঢাকার
দিকে যাচ্ছিল।
ট্রাকটি গোকুল এলাকায়
মহাসড়কে পৌঁছলে পিকেটাররা থামতে বাধ্য
করে।
তারা চালক ও
হেলপারকে নামিয়ে দিয়ে কেবিনে পেট্রলবোমা নিক্ষেপ
করে। এতে ট্রাকে আগুন
ধরে যায়। ফায়ার সার্ভিসের
লোকজন এসে আগুন
নিভিয়ে ফেলেন।
অন্যদিকে রাত সাড়ে ৮টার
দিকে শহরের
নবাববাড়ি সড়কে ইসলামী ব্যাংকের
বুথের সামনে পরপর দু’টি ককটেল
বিস্ফোরণ ঘটানো হয়। এতে ওই
বুথের প্রহরী আতাউর রহমান ও
রফিকুল ইসলাম নামে এক মহরার
সামান্য আহত হন।
তারা প্রাথমিক
চিকিৎসা নিয়েছেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন