Home » » আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক সালাহ উদ্দিনের স্ত্রী

আমার স্বামীকে ফিরিয়ে দেয়া হোক সালাহ উদ্দিনের স্ত্রী

Written By Unknown on শনিবার, ১৪ মার্চ, ২০১৫ | ১০:৫৩ AM

আমার
স্বামীকে ফিরিয়ে দেয়া হোক
সালাহ উদ্দিনের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০১৫,শনিবার, ২০:০৯
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ
উদ্দিন আহমেদের
স্ত্রী হাসিনা আহমেদ তার
স্বামীকে ফিরিয়ে দেয়ার
দাবি জানিয়েছেন।
অন্যদিকে সালাহ উদ্দিন
আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত
দিতে সরকারের প্রতি আহ্বান
জানিয়েছে সুপ্রিম কোর্ট বার
অ্যাসোসিয়েশন।
আজ শনিবার সংগঠনটির
পক্ষে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এ আহ্বান জানান
সুপ্রিম কোর্ট বারের
সভাপতি অ্যাডভোকেট খন্দকার
মাহবুব হোসেন।
তিনি বলেছেন,
‘সরকারকে অনুরোধ করছি, সালাহ
উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায়
তার পরিবারের কাছে ফেরত
দিতে হবে।’ তিনি আরো বলেন,
‘মানুষের জানমাল রক্ষা করার
দায়িত্ব সরকারের। সেই সরকার
যদি ব্যর্থ হয়
এবং বলে আমরা জানি না কে ন
তাহলে তাদের ক্ষমতায় থাকার
এক মুহূর্তও সুযোগ নেই।’
আজ বেলা সাড়ে ১২টায় সুপ্রিম
কোর্ট বার ভবনে এ সংবাদ
সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময়
আরো উপস্থিত ছিলেন- সুপ্রিম
কোর্ট বারের সম্পাদক
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন
খোকন, সহসভাপতি ড. রফিকুল
ইসলাম মেহেদি, ব্যারিস্টার
বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার
রাগীব রাগীব রউফ চৌধুরী,
সালাহ উদ্দিনের স্ত্রী সাবেক
সংসদ সদস্য হাসিনা আহমেদ প্রমুখ।
বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়ার
উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার
মাহবুব হোসেন আরো বলেন,
সালাহউদ্দিন আহমেদ একজন
আইনজীবী। তাকে অক্ষত অবস্থায়
ফিরিয়ে না দেয়া হলে,
আইনজীবীদের আন্দোলনের
মুখে সরকার
টিকে থাকতে পারবে না।
সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন
আহমেদের
স্ত্রী হাসিনা আহমেদ বলেন,
‘তিনি (সালাহউদ্দিন) অত্যন্ত
জনপ্রিয় নেতা। এ রকম একজন
জনপ্রিয় নেতাকে আইন-
শৃঙ্খলা বাহিনীকে তুলে নিয়ে
সবাই অস্বীকার
করতে থাকবে যে- আমরা কেউ
নেইনি, আমাদের
কাছে কোনো খোঁজ নেই।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন,
তার নিখোঁজের
খবরটি সরকারের কাছে স্পষ্ট নয়।
তিনি অন্যায় করলে আটক করবে,
আদালতের সামনে ও বিচারের
আওতায় আনবে। কিন্তু
এভাবে নিখোঁজ করে দেয়ার
অধিকার কাউকে দেয়া হয়নি।
আমার
স্বামীকে ফিরিয়ে দেয়া হোক
গত ১০ মার্চ রাতে রাজধানীর
উত্তরার
একটি বাসা থেকে সালাহ
উদ্দিন আহমেদকে তুলে নেয়া হয়
বলে তার স্ত্রী হাসিনা আহমেদ
পরদিন ১১ মার্চ থেকে অভিযোগ
করে আসছেন। ওইদিন রাত ১০টার
পর সালাহ উদ্দিন আহমেদ
মোবাইলে স্ত্রী হাসিনা আহমদ
সাথে যোগাযোগের
চেষ্টা করেন
বলে জানা গেছে। কিন্তু
কোনো কথা হয়নি।
এদিকে বিএনপিও অভিযোগ
করেছে- পুলিশ, ডিবি, র্যাবসহ
আইন-শৃঙ্খলা বাহিনীর
সদস্যরা সালাহ উদ্দিন
আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে
তবে আইন-
শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সাথে সংশ্লিষ্ট কেউ
তাকে গ্রেফতার বা আটকের
কথা স্বীকার করেননি। ১১ মার্চ
রাতে হাসিনা আহমেদ
স্বামীকে তুলে নিয়ে যাওয়ার
ঘটনায় গুলশান থানায় সাধারণ
ডায়েরি (জিডি)
করতে গেলে পুলিশ
তা নেয়নি বলে অভিযোগ
করে বিএনপি।
দলীয় সূত্র জানায়, ঘটনা যেহেতু
উত্তরায়, তাই উত্তরা থানায়
জিডি করার পরামর্শ দেয় গুলশান
থানার পুলিশ।
পরে উত্তরা থানায়
গেলে প্রত্যক্ষদর্শী কাউকে নিয়
পরামর্শ দেয়া হয়। এই
অজুহাতে তারাও
জিডি নেয়নি।
বিএনপির দলীয় সূত্র জানায়,
সালাহ উদ্দিন আহমেদ উত্তরা ৩
নম্বর সেক্টরের
একটি বাড়িতে থাকতেন।
বাড়ির মালিক তার দূর সম্পর্কের
আত্মীয় বলে জানান
হাসিনা আহমেদ। মঙ্গলবার রাত
১০টার দিকে বাড়ির
সামনে ২০-২৫ জন ব্যক্তি সশস্ত্র
অবস্থান নেন। এ খবর তৎক্ষণাৎ
বাড়ির
কর্মচারিরা মালিককে জানান।
কিছু সময় পর অস্ত্রধারীরা বাড়ির
ফটক ভাঙার
চেষ্টা করলে কর্মচারিরা ফটক
খুলে দেন। এরপর সালাহ উদ্দিন
আহমেদকে নিয়ে যাওয়া হয়।
এদিকে সালাহ উদ্দিন আহমদের
স্ত্রী হাসিনা আহমেদ ২৪ ঘণ্টার
মধ্যে তাকে আদালতে হাজির
করার
নির্দেশনা চেয়ে একটি আবেদন
করলে তাকে খুঁজে বের
করতে এবং আজ রোববার সকাল
সাড়ে ১০টায় আদালতে হাজির
করতে কেন নির্দেশ
দেয়া হবে না,
তা জানতে চেয়ে রুল
জারি করেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল ইসলাম
সিদ্দিকী ও
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর
সমন্বয়ে গঠিত বেঞ্চ এক
আবেদনের শুনানি শেষে গত
বৃহস্পতিবার বিকেলে এ আদেশ
দেন।
শুনানিকালে আদালত মন্তব্য
করেছেন যে, রাষ্ট্রের দায়িত্ব
তাকে (সালাহ উদ্দিন) উদ্ধার
করা। কারণ, তিনি রাষ্ট্রের
একজন নাগরিক। যে কেউ
নিখোঁজ
থাকলে তাকে খুঁজে বের
করা সরকারের দায়িত্ব।
রোববারের মধ্যে স্বরাষ্ট্রসচিব,
পুলিশের আইজ, র্যাবের ডিজি,
এসবির (স্প্যাশাল ব্রাঞ্চ) প্রধান,
সিআইডির প্রধান, ডিএমপির
কমিশনার, উত্তরা থানার
ওসিকে রুলের জবাব
দিতে বলা হয়েছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন